নিজস্ব প্রতিবেদন: শুধুমাত্র টিম ইন্ডিয়া নয়, বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারদের অন্যতম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কেন জাদেজাকে অন্যতম সেরা ফিল্ডার বলা হয়, আরও একবার সেটার প্রমাণ দিলেন শুক্রবার সিডনিতে। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে এক হাতে বল ধরে ডিরেক্ট থ্রো। রান আউট স্টিভ স্মিথ (Steve Smith)। অল আউট অস্ট্রেলিয়া।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯ উইকেট পড়ে গিয়েছে। জোশ হ্যাজেলউডকে নিয়ে ব্যাটিং করছিলেন সেঞ্চুরি করা স্টিভ স্মিথ (Steve Smith)। জশপ্রীত বুমরাহর বলে দু রান নিতে গিয়ে রান আউট হলেন স্টিভ স্মিথ (Steve Smith)। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে এক হাতে বল ধরে ডিরেক্ট থ্রো রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। জাদেজার বুলেট থ্রোতে উইকেট গেল ভেঙে। তখনও ক্রিজে পৌঁছতে পারেননি স্টিভ স্মিথ (Steve Smith)। ১৩১ রানে থামল স্মিথের দুরন্ত ইনিংস। ৩৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।


আরও পড়ুন- কোয়ারেন্টিন বিধি শিথিল করার অনুরোধ, Cricket Australia-কে চিঠি BCCI-এর


এর আগে বল হাতে দাপট দেখান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সিডনিতে ৬২ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। মার্নাস লাবুশানে, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স এবং নাথান লিওঁ-র উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে স্মিথকে (Steve Smith)ফেরালেন দুরন্ত রান আউট করে।  


আরও পড়ুন-Ind vs Aus: সিডনিতে স্বমহিমায় Smith,সেঞ্চুরি করে কোহলিকে ছুঁলেন স্টিভ