Ind vs Aus: সিডনিতে স্বমহিমায় Smith,সেঞ্চুরি করে কোহলিকে ছুঁলেন স্টিভ
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরির ১৬ মাস পরে আবার টেস্টে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। কেরিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: অ্যাডিলেড ও মেলবোর্নে রান না পেলেও নতুন বছরে স্বমহিমায় স্টিভ স্মিথ (Steve Smith)। সিডনিতে সেঞ্চুরি করলেন অজি তারকা। টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি করে বিরাট কোহলিকে (Virat Kohli) ছুঁয়ে ফেললেন স্টিভ স্মিথ (Steve Smith)। সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২৭টি টেস্ট সেঞ্চুরি করলেন তিনি। সবার আগে রয়েছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)।
The moment @stevesmith49 brought up his 27th Test century! @VodafoneAU | #AUSvIND pic.twitter.com/C7n447qoFT
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
দীর্ঘদিন পর স্টিভ স্মিথের ব্যাটে ঝকঝকে শতরান। ১,১*,০,৮- এই ছিল অ্যাডিলেড এবং মেলবোর্নে চার ইনিংসে স্টিভ স্মিথের (Steve Smith) রান। অফ ফর্মে থাকা স্মিথকে নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। সিডনিতে চওড়া ব্যাটে সব সমালোচনার জবাব দিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সেঞ্চুরি করার পর তাই স্মিথের শরীরী ভাষায় সেই পুরনো আগ্রাসন। ২২৬ বলে ১৩১ রানের ইনিংস খেললেন তিনি। ১৬টি চারে সাজানো স্মিথের শতরানের ইনিংস।
Century for Steve Smith!
The ICC Men's Test Player of the Decade has started the year with a bang
How many runs will he score this decade? #AUSvIND SCORECARD https://t.co/Zuk24dsH1t pic.twitter.com/7l3xKnLUPI
— ICC (@ICC) January 8, 2021
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরির ১৬ মাস পরে আবার টেস্টে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। কেরিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন তিনি। টেস্টে বিরাটের (Virat Kohli) সেঞ্চুরির সংখ্যাও ২৭। টেস্টে মোট রানেও বিরাট কোহলিকে টপকে গেলেন স্মিথ। ৮৭ টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) করেছেন ৭৩১৮ রান। ৭৬ টেস্টে স্মিথের রান এখন ৭৩৬৮।
আরও পড়ুন - ISL 2020-21: রেফারিং নিয়ে অসন্তুষ্ট SC East Bengal, FSDL ও AIFF-কে চিঠি
সিডনিতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসেবে টেস্ট ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ১৩৬ ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি হল স্মিথের। সবার আগে রয়েছেন অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (Sir Don Bradman)। তিনি ৭০টি টেস্ট ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন - কোয়ারেন্টিন বিধি শিথিল করার অনুরোধ, Cricket Australia-কে চিঠি BCCI-এর