Sunil Gavaskar: `ক্যারিবিয়ানদের হারালেও কিস্সু হবে না!` ফের বোমা ফাটালেন লিটল মাস্টার, ভাইরাল হল ভিডিয়ো
ডব্লিউটিসি ফাইনাল হারের পর রাহুল দ্রাবিড়কে কাঠগড়ায় তুললেন সুনীল গাভাসকর! সানির দাবি এবার `দ্য ওয়াল` এর সময় এসেছে আয়নার সামনে দাঁড়ানোর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) ক্ষোভ কিছুতেই কমছে না। বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার (Australia) কাছে একেবারে ল্যাজেগোবরে হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ওভালের (The Oval) বাইশ গজে ২০৯ রানে সেই লজ্জার হার নিয়ে আলোচনা হলেই গর্জে উঠছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ১০ বছর কেটে গেলেও ভারতের ঝুলিতে আইসিসি (ICC) ট্রফি অধরা। এই লজ্জাজনক হার থেকে বিসিসিআই (BCCI) ও ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিক্ষা নেবেন কিনা সেটা সময় বলবে। এরইমধ্যে আবার সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফর (India Tour Of West Indies)। দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে বল পড়ার আগেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভঙ্গুর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে ফের ক্ষোভে ফেটে পড়লেন লিটল মাস্টার। সানির স্পষ্ট কথা, আইসিসি তালিকার অনেক নীচে থাকা ক্যারিবিয়ানদের হারালেও কিস্সু হবে না! 'সিনিয়র গাভাসকর'-এর সেই বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার যুগে দাবানলের মতো ভাইরাল হয়ে যায়।
গাভাসকর বলেন, "আমরাও ৪২ রানে অল আউট হয়েছি। ড্রেসিংরুমে গিয়ে ভেঙে পড়েছিলাম। আমাদের অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আবার আমরাই কিন্তু ঘুরেও দাঁড়িয়েছি। কিন্তু এই দলটা বছরের পর বছর ধরে একই ভুল করে চলেছে। খারাপ পারফরম্যান্স নিয়ে কাটাচেরা করতে গেলে, আধুনিক প্রজন্মের ক্রিকেটারদের আবার রাগ হয়ে যায়! কেন খারাপ ব্যাটিং করল?, কেন সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে পারছে না?, কেন একের পর এক ম্যাচ ফস্কাচ্ছে?, কেনই বা প্রথম একাদশ বাছাইয়ে এত গলদ হবে? সেটা নিয়ে প্রশ্ন তুললেই সিনিয়ররা খারাপ হয়ে যাচ্ছে!"
গাভাসকরের আমলে ওয়েস্ট ইন্ডিজ ও বর্তমান যুগের ক্যারিবিয়ান দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। সেটা মনে করিয়ে দিয়ে গাভাসকর ফের যোগ করলেন, "কঠোর বাস্তব কার্পেটের নীচে লুকিয়ে রাখা অনুচিত। এতে উন্নতি কখনওই সম্ভব নয়। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। আইসিসি তালিকায় অনেক নীচে রয়েছে দুর্বল ক্যারিবিয়ানরা। এমন একটা দলকে ২-০ কিংবা ৩-০ ব্যবধানে হারাতেই পারে। কিন্তু এতে কিস্সু হবে না! কারণ চাপের মুখে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে পারফর্ম করতে না পারলে আবার এমনভাবেই ভারতীয় দলকে হারতে হবে।"
এর আগে রোহিতের ভুল দল বাছাই ও বিরাটের ভুল শট দেখে গর্জে উঠেছিলেন। এবার সামগ্রিক ভাবে ভারতীয় দলের মহাতারকাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন সুনীল গাভাসকর।