জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ম্যাচ জিতে ইতিহাস লিখেছে জিম্বাবোয়ে (AUS vs ZIM)। পঞ্চাশ ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়া এখন বিশ্বের পাঁচ নম্বর দল। সেখানে জিম্বাবোয়ের ব়্যাঙ্কিং ১৩। অ্যারন ফিঞ্চের পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানো মোটেই সহজ কাজ নয়। তবে সেই কাজই করে দেখিয়েছেন রেগিস চাকাভার দল। বলতে গেলে এক কথায় অসাধ্য সাধন করেছেন তাঁরা। এমন জয়ের পর সেলিব্রেশেন তো হবেই। এটাই স্বাভাবিক। তবে জিম্বাবোয়ের ক্রিকেটাররা বেছে নিয়েছেন টিমবাসই। সেখানেই দেদার নাচে-গানে মাতলেন তাঁরা। যদিও অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জিতেছে। সিরিজের শেষ তথা তৃতীয় ম্যাচ জিতেই জিম্বাবোয়ে এই উচ্ছ্বাস দেখিয়েছে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: AUS vs ZIM : জলে গেল ওয়ার্নারের লড়াই, রায়ান বার্লের বল ইতিহাস গড়ল জিম্বাবোয়ে


ম্যাচে টস জিতে জিম্বাবোয়ে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। ওপেন করতে নেমে ৯৬ বলে ৯৪ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তিনি ছাড়া অস্ট্রেলিয়ার কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। সৌজন্যে জিম্বাবোয়ের লেগ-স্পিনার রায়ান বার্ল। মাত্র ৩৪টি একদিনের ম্যাচ খেলা বোলার একাই তুলে নেন ৫ উইকেট। তাঁর বোলিংয়েই অজিদের ইনিংস ১৪১ রানে শেষ হয়ে যায়। রায়ান ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৫ উইকেট। ১৮ বলের মধ্যে তাঁর পাঁচ শিকার হলেন গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগার, ওয়ার্নার, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। রায়ান বার্ল ১০ রানে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্র্যাড ইভান্স ৩৫ রানে ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবোয়ে। ৭২ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন রেগিস। মারুমানি করেন ৩৫ রান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)