রাজ্যের স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক, বিজ্ঞপ্তি জারি Nabanna`র
সুইমিং পুলগুলিও খোলার নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, সে ক্ষেত্রে প্রতিদিন জল পরিষ্কার করতে হবে।
নিজস্ব প্রতিবেদন: এবার রাজ্যের ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। স্টেডিয়ামে বসে এবার খেলা দেখতে পারবেন বাংলার মানুষও। containment zone-এর বাইরে আউটডোর স্পোর্টসের জন্য সমস্ত স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়ার জন্য় বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। রাজ্যের স্টেডিয়ামগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল রাজ্য সরকার। স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্সগুলিতে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন।
রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক দূরত্ববিধি মানতে হবে। স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্সগুলিতে কোনও ইভেন্টের আগে ও পরে স্যানিটাইজেশন বাধ্যতামূলক। দর্শকদের ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজার। এর পাশাপাশি সুইমিং পুলগুলিও খোলার নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, সে ক্ষেত্রে প্রতিদিন জল পরিষ্কার করতে হবে।
আরও পড়ুন - EPL 2020-21: Southampton-কে গোলের মালা পরিয়ে ইতিহাসে Manchester United
কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয়। সেই নির্দেশ মেনে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ে মাঠে দর্শক প্রবেশের কথা জানিয়েছে বিসিসিআই এবং তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন - মারাদোনার মৃত্যুরহস্য, বিস্ফোরক তথ্য তুলে ধরলেন দিয়েগো-কন্যা Dalma