Ind vs Eng: আবার গমগম করবে গ্যালারি, চেন্নাইয়ে India-England দ্বিতীয় টেস্টে ফিরছে দর্শক
কেন্দ্র সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, মাঠে একশো শতাংশ দর্শক রেখে ম্যাচ করা যাবে।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। করোনা পরবর্তী সময়ে মাঠে দর্শক ফেরাতে আগেই উদ্যোগ নিয়েছিল বিসিসিআই। অবশেষে মিলল কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত। আর তার পরেই চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড (India-England) দ্বিতীয় টেস্টে মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক ফেরানোর ব্যাপারে সবুজ সংকেত দেয় বিসিসিআই। উদ্যোগ নিতে শুরু করে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA)।
কেন্দ্র সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, মাঠে একশো শতাংশ দর্শক রেখে ম্যাচ করা যাবে। ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সূত্রের খবর, হাতে যেহেতু সময় কম তাই চেন্নাইয়ে প্রথম টেস্ট দর্শক ছাড়াই হবে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে বলে জানিয়ে দিয়েছে তামিলনাডু ক্রিকেট অ্যাসোসেসিয়েশন। আবার গমগম করবে গ্যালারি।
আরও পড়ুন- IND VS ENG: এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের হাতে ঝুলছে ভারতের ভাগ্য
চেন্নাইয়ে ৬ দিনের কোয়ারেন্টিন পর্বে তিনবার Corona Test হয়েছে ভারতীয় দলের তারকাদের। তিনবারই সবার রিপোর্ট নেগেটিভ। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দুই দলের তারকারাই অনুশীলনে নেমেছেন।
আরও পড়ুন- ১০ ওভারের Cricket-এ মজার কাণ্ড, জার্সি বদলাতে ব্যস্ত ফিল্ডার, গলে গেল বল