EPL 2020-21: Southampton-কে গোলের মালা পরিয়ে ইতিহাসে Manchester United
ম্যাচ শুরুর দু মিনিটের মধ্যেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাউদাম্পটনের আলেকজান্ডার জাঙ্কউইট। গোটা ম্যাচই প্রায় ১০ জনে খেলে সাউদাম্পটন।
নিজস্ব প্রতিবেদন: একের পর এক গোল। ওল্ড ট্র্যাফোর্ডে সাউদাম্পটনকে গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে বৃহত্তম জয়। নিজেরাই নিজেদের রেকর্ড স্পর্শ করল রেড ডেভিলসরা। সাউদাম্পটনকে ৯-০ গোলে হারাল ওলে গানার সোলসজায়ারের দল।
Sit back, relax and enjoy all the best bits from a memorable night at Old Trafford.
Sweet dreams, Reds #MUFC #MUNSOU pic.twitter.com/M9bBoh9Rdo
— Manchester United (@ManUtd) February 3, 2021
ম্যাচ শুরুর দু মিনিটের মধ্যেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাউদাম্পটনের আলেকজান্ডার জাঙ্কউইট। গোটা ম্যাচই প্রায় ১০ জনে খেলে সাউদাম্পটন। আর ম্যান ইউ-র গোল-শো শুরু ১৮ মিনিটে। যা চলল একেবারে দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইম পর্যন্ত। ১৮ মিনিটে প্রথম গোলটি করেন অ্যারোন ওয়ান-বিসাকা। ২৫ মিনিটে রাশফোর্ডের গোলে ব্যবধান বাড়ায় ইউনাইটেড। ৩৪ মিনিটে বেডনারেকের আত্মঘাতী গোলে স্কোরলাইন ৩-০। বিরতির আগেই ৪-০ করেন এডিনসন কাভানি।
আরও পড়ুন- ICC বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে New Zealand
বিরতির পর আবার গোল উৎসব শুরু করলেন অ্যান্তোনি মার্শিয়াল। ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট। দু মিনিট পরেই গোলের তালিকায় নাম লেখালেন স্কট ম্যাকটমিনে। এদিকে ৮৬ মিনিটে লাল কার্ড দেখেন সাউদাম্পটনের বেডনারেক। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করলেন ব্রুনো ফার্নান্ডেজ। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের অষ্টম গোলটি করলেন অ্যান্তোনি মার্শিয়াল। আর সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন ড্যানিয়েল জেমস।
#MUFC
#MUNSOU
#PL @GulfOilIntl pic.twitter.com/6gs8VaJE95— Manchester United (@ManUtd) February 2, 2021
৯-০ গোলে ম্যাচ জিতে লিগ টেবিলে ম্যাঞ্চেস্টার সিটিকে ছুঁয়ে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আপাতত ২ নম্বরে রেড ডেভিলসরা। এর আগে ১৯৯৫ সালে ইপসউইচ টাউনকে ৯-০ গোলে হারায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন নিজেদের সেই রেকর্ডই ছুঁল তারা।
আরও পড়ুন- ISL 2020-21: হার SC East Bengal-এর, প্রথম লেগের বদলা নিল সুনীলরা