নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনিকে প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ধোনিকে দেখে সেদিন সৌরভের প্রথম প্রতিক্রিয়া কী ছিল? এতদিন পর তা জানালেন কলকাতা নাইট রাইডার্স-এর প্রাক্তন ডিরেক্টর জয় ভট্টাচার্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৪ সালে বাংলাদেশ সফরে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে প্রথম দেখাতেই বেশ মনে ধরেছিল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশীগামী সেই বিমানে ছিলেন জয় ভট্টাচার্য। বিমানে এমএস ধোনিকে উদ্দেশে সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, "আমাদের একজন নতুন চাবুক ব্যাটসম্যান এসে গেছে।"


টিম ইন্ডিয়ার জার্সিতে বাংলাদেশ সফরে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। তবু তাঁর প্রতি আস্থা হারাননি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে লড়াই করে অধিনায়ক সৌরভ দলে রেখেছিলেন ধোনিকে। পাকিস্তানের বিরুদ্ধে তিন নম্বরে নেমে দুরন্ত শতরান করে মহারাজের আস্থার মর্যাদা দিয়েছিলেন মাহি। পরে অবশ্য মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল মহারাজকে।


 


আরও পড়ুন- সুপ্রিম কোর্টে আজ বোর্ড সভাপতি ও বোর্ড সচিবের ভাগ্য নির্ধারণ