নীল জার্সিতে মিস করব, কিন্তু হলুদ জার্সিতে পাব! ১৯ তারিখ দেখা হবে টস করার সময়; ধোনিকে বললেন রোহিত
মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক অবসর প্রসঙ্গে টুইটে মাহিকে লিখলেন রোহিত শর্মা....
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের ব্লু জার্সিতে আর দেখা যাবে না মাহিকে। তবে আইপিএল খেলবেন তিনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে আইপিএল-এর ১৩ তম সংস্করণে মাঠে নামবেন মাহি। বরং বলা ভাল আইপিএল-এর ওপেনিং ম্যাচেই মাঠে নামতে চলেছে ধোনির সিএসকে।
সংযুক্ত আরব আমিরশাহিতে ১৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স। গতবার শেষ বলের থ্রিলারে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই।
মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক অবসর প্রসঙ্গে টুইটে মাহিকে লিখলেন রোহিত শর্মা, "ভারতীয় ক্রিকেটে একজন প্রভাবশালী ব্যক্তি। ক্রিকেটে তাঁর প্রভাব ছিল বেশ। কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দল তৈরি করতে হবে এবং কী ভাবে দল পরিচালনা করতে হবে সে বিষয়ে অত্যন্ত দক্ষ। আমরা নীল জার্সিতে খুব মিস করব ওকে, কিন্তু হলুদ জার্সিতে পাব। ১৯ তারিখ (সেপ্টেম্বর) দেখা হবে টস করার সময়। "
আরও পড়ুন - ধোনির একটা রেকর্ড আজীবন অক্ষত থেকে যাবে, বাজি ধরছেন গম্ভীর