নিজস্ব প্রতিবেদন : মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ গোটা দেশ। কিন্তু এই লকডাউন মানে ছুটি নয়, নয় উত্সবের মেজাজ। দেশবাসীকে স্মরণ করিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনা মোকাবিলায় দেশে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি করোনাভাইরাসের ভয়াবহতার কথা তুলে ধরেন। সেই সঙ্গে মোদী বলেন, এই লকডাউনও একধরনের জনতা কার্ফু। কিন্তু এই লকডাউন দেশের কিছু মানুষের কাছে যেন উত্সবের মতো। লকডাউন মানে তাঁদের কাছে ছুটির মেজাজ। সেই সব মানুষদের কাছে আর্জি সচিনের।



দেশের মানুষের কাছে এক ভিডিয়ো বার্তায় কাতর অনুরোধ জানালেন সচিন তেন্ডুলকর। তিনি বলেন, "ছুটির মেজাজ দেখাবেন না। গোটা দেশে এখন লকডাউন চলছে। সরকার এবং চিকিৎসকদের দেখানো পথেই এগিয়ে চলুন।"


আরও পড়ুন - মারণ ভাইরাসের মোকাবিলায় ময়দানে মহারাজ, এবার গরিবদের চাল দেবেন সৌরভ