এবার গোলাপি বলের আদলে মিষ্টি! নিজেই টুইট করলেন সৌরভ
ইডেন ছাপিয়ে গোলাপি আলোর বন্যা শহরজুড়ে।
নিজস্ব প্রতিবেদন : আজ ইডেনে ইতিহাস। প্রথমবার দিন-রাতের টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বলে বাইশগজের লড়াই ঘিরে উন্মাদনা তুঙ্গে। পিঙ্ক টেস্টে ক্রিকেট-বিনোদনের ককটেল ক্রিকেটের নন্দন কাননে। সৌজন্যে অবশ্যই সিএবি আর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
পিঙ্ক টেস্টে ফুটছে মহানগরী। ইডেন ছাপিয়ে গোলাপি আলোর বন্যা শহরজুড়ে। লেকটাউনের বিগবেন থেকে শহিদ মিনার, হাওড়া ব্রিজ, বাবুঘাট। থিম কালারে গঙ্গায় লঞ্চ। সেই ছবি টুইট করেছেন স্বয়ং সৌরভ।
ইডেনে বল গড়ানোর আগে গোলাপি বলের আদলে তৈরি মিষ্টি টুইট করে বসলেন খোদ বোর্ড প্রেসিডেন্ট। শুধু কী গোলাপি বলের আদলে মিষ্টি, রয়েছে - পিঙ্ক বল বন বন সন্দেশও। দুই ধরণের মিষ্টির ছবিই পোস্ট করেছেন মহারাজ।
আসলে বাঙালির সঙ্গে মিষ্টির যেন এক অমোঘ যোগ রয়েছে। আর তাই শহরে গোলাপি ক্রিকেট উত্সবে জুড়ে থাকল মিষ্টি।
আরও পড়ুন - আজ ইডেনে শুরু দিন-রাতের টেস্ট, গোলাপি আলোয় সেজেছে শহর