নিজস্ব প্রতিবেদন : রবিবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচে টস হল কিন্তু ম্যাচ হল না। বাধ সাধল বৃষ্টি! বৃষ্টিতে ভেস্তে গেল তিন ম্য়াচের সিরিজের প্রথম ম্যাচ। সুপার সপারে আউটফিল্ডের জল শুকোলেও কভার চুঁইয়ে পিচে ঢুকে পড়েছিল জল। আর তাতেই বিপত্তি। শেষপর্যন্ত হেয়ার ড্রায়ার, ইস্ত্রি এনে পিচ শুকোনোর চেষ্টা করা হলেও ম্যাচ কিন্তু পরিত্যক্ত হল। পিচ শুকোতে হেয়ার ড্রায়ার, ইস্ত্রি ব্যবহার করা হল আর তাই নিয়ে  নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার গুয়াহাটিতে রাত ৮:১৫ এবং রাত ৯:০০ টায় পিচ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত রাত  ৯:৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কভার চুঁইয়ে পিচে কীভাবে জল এল তা নিয়ে প্রশ্নের মুখে অসম ক্রিকেট সংস্থা। শেষ পর্যন্ত হেয়ার ড্রায়ার থেকে গরম ইস্ত্রি ব্যবহার করে  পিচ শুকোনোর আপ্রাণ চেষ্টা করা হলেও ম্যাচ করা সম্ভব হয়নি।



পিচ শুকোতে ব্লোয়ার, হেয়র ড্রায়ার এমনকী ইস্ত্রি আনা হল। এ যেন মশা মারতে কামান দাগা! কিন্তু কাজের কাজ কিছুই হল না। এরপরেই টুইটারে সমালোচনার ঝড় উঠল।




 




 



 


আরও পড়ুন - চার দিনের টেস্ট ম্যাচ করতে চায় আইসিসি- মুখ খুললেন মাস্টার ব্লাস্টার