অধিনায়ক বিরাটের সাফল্যের `রহস্য` জানালেন `সুপারম্যান` ঋদ্ধি
অসি বধ করে বুধবার শহরে ফিরলেন ঋদ্ধিমান সাহা। স্মিথদের অভদ্রতার জন্যই টিম ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব বেশি ফুটে উঠেছে বলে দাবি ঋদ্ধির। (আধার কার্ড করাতে গিয়ে ফাঁস হল মাহির `গোপন তথ্য`, মন্ত্রী রবিশঙ্করকে অভিযোগ জানালেন স্ত্রী সাক্ষী)
ওয়েব ডেস্ক: অসি বধ করে বুধবার শহরে ফিরলেন ঋদ্ধিমান সাহা। স্মিথদের অভদ্রতার জন্যই টিম ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব বেশি ফুটে উঠেছে বলে দাবি ঋদ্ধির। (আধার কার্ড করাতে গিয়ে ফাঁস হল মাহির 'গোপন তথ্য', মন্ত্রী রবিশঙ্করকে অভিযোগ জানালেন স্ত্রী সাক্ষী)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের অন্যতম কারিগর। অসি বধ করে বুধবার দুপুরে শহরে ফিরলেন ঋদ্ধিমান সাহা। এই সিরিজে ভারতীয় দলের প্রতিটি সদস্যের আগ্রাসী মনোভাব, চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা বারবার চোখে পড়েছে । ঋদ্ধির দাবি দলের এই মানসিকতা নতুন নয়। এবার বেশি নজর কেড়েছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বাড়াবাড়ির জন্যে ।
কোহলি শুধু একজন অধিনায়ক নন, ভালো টিমম্যান। সবাইকে তাদের কাজে ফ্রি-হ্যান্ড দেওয়াই বিরাটের টিম স্পিরিট তৈরির গোপন রহস্য। অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি জোরাল পার্টনারশিপ গড়ে দলের সাফল্যে অগ্রনী ভূমিকা নিতে পেরে মানসিকভাবে তৃপ্ত ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান। দুরন্ত শতরান, উড়ন্ত পাখির মত ক্যাচ ধরে সুপারম্যান ঋদ্ধি এখন হিরো। তাই বিমানবন্দরে পৌছতেই ভক্তদের ভিড়। সবার আবদার মিটিয়ে স্ত্রী কন্যাকে নিয়ে বাড়ি রওনা হয়ে যান ঋদ্ধি। এবার লক্ষ্য আই পি এল।