ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।  দলে, ডাক পাননি যুবরাজ সিং, সুরেশ রায়নার মতো জনপ্রিয় ক্রিকেটার। ১৫ জনের দলে রাখায় হয়নি রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিকেও। আর এই দল ঘোষণার পরই বিসিসিআইয়ের নির্বাচক কমিটির উপর নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় চলছে যুবরাজ সিংকে দলে না নেওয়ার জন্য। ৩৫ বছর বয়সী যুবরাজ সিংকে এখনও নীল জার্সিতে দেখতে চান দেশের অসংখ্য ক্রিকেটপ্রেমী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতের প্রথম তিন ব্যাটসম্যান এখন বিশ্বক্রিকেটের ত্রাস, বললেন গাভাসকর


সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন বিসিসিআই এবং নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদের উদ্দেশ্যে উড়ে এসেছে।  একজন লিখেছেন, 'নেহরাজি কোন ফিটনেস টেস্টে পাশ করেছেন, যা যুবরাজ সিং করতে পারেননি!' আরেজন লিখেছেন, 'রায়না এবং যুবরাজ সিংকে দলে না দেখে আবার দুঃখ পেলাম।' অন্য একজন ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'যুবরাজ এবং রায়না এখনও টি২০ দলে নেই! কেন? কী ভাবেন আপনারা?' এতেই শেষ নয়, আরেকজন লিখেছেন, 'রায়না এবং যুবরাজকে কেন দলে রাখা হল না? বারবার শুধু কেদার যাদবকেই সূযোগ দেওয়া হচ্ছে?' অন্য একজন আবার বলেছেন, 'দলে যুবরাজ সিং এবং রায়না নেই কেন? বিসিসিআই, এটা ঠিক হল না।'


আরও পড়ুন  ভারতের প্রথম তিন ব্যাটসম্যান এখন বিশ্বক্রিকেটের ত্রাস, বললেন গাভাসকর