জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলেই এল সময়। রাত পোহালেই আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction)। ১৯ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল (মঙ্গলবার) নিলামযুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। এই প্রথম নিলামের আসর বসছে ভারতের বাইরে। যে কারণে এই ইভেন্ট ঐতিহাসিক। আরও একটি কারণে এই ইভেন্ট স্মরণীয় হতে চলেছে। এবারনিলামের সঞ্চালনা করছেন না অভিজ্ঞ হিউ এডমিডস (Hugh Edmeades)। হিউয়ের বদলে হাতুড়ি উঠছে ভারতীয় কন্য়ার হাতে। এবার নিলাম সঞ্চালিকার ভূমিকায় থাকছেন মল্লিকা সাগর (Mallika Sagar)। এই প্রথম আইপিএলের নিলামের দায়িত্বে থাকছেন কোনও মহিলা। আইপিএলের জন্মলগ্ন থেকে ২০১৮ পর্যন্ত রিচার্ড ম্য়াডলে (Richard Madley) আইপিএলের নিলাম সঞ্চালনা করেছেন। তারপর থেকে দায়িত্ব সামলান এডমিডস। এবার সেই ব্য়াটন উঠছে মল্লিকার হাতে। আইপিএল মিনি নিলামে উঠেছেন ৩৩৩ জন ক্রিকেটার। ১০ দল মিলিয়ে মোট ৭৭টি স্লট ফাঁকা আছে। এই প্রতিবেদনে জানুন যে, সবচেয়ে বেশি টাকা আছে কোন ফ্র্যাঞ্চাজির হাতে, কেকেআরের (KKR) পকেটে কত আছে? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL Auction 2024: জুহির মেয়ে থেকে নীতা-প্রীতি, মরুদেশে নিলাম টেবল মাতাবেন যাঁরা


আইপিএল মিনি নিলামে কোন দলের কাছে কত টাকা আছে? পোশাকি ভাষায় যা বলা হয় 'রিমেইনিং পার্স'


চেন্নাই সুপার কিংসের আছে ৩১ কোটি ৪০ লক্ষ টাকা, ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি


দিল্লি ক্য়াপিটালসের আছে ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা,   ৯ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৪ বিদেশি


গুজরাত টাইটান্সের আছে ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা,   ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ২ বিদেশি


কলকাতা নাইট রাইডার্সের আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা, ১২ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ২ বিদেশি


লখনউ সুপার জায়েন্টসের আছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা,  ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ২ বিদেশি


মুম্বই ইন্ডিয়ান্সের আছে ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা, ৮ জন খেলায়াড়কে নিতে পারবে তারা, যার মধ্যে ৪ বিদেশি


পঞ্জাব কিংসের আছে ২৯ কোটি ১০ লক্ষ টাকা, ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ২ বিদেশি 


রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের আছে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা, ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি


রাজস্থান রয়্য়ালসের আছে ১৪ কোটি ৫০ লক্ষ টাকা, ৮ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি


সানরাইজার্স হায়দরবাদের আছে ৩৪ কোটি টাকা,  ৬ জন খেলোয়াড়কে নিতে পারবে তারা, যার মধ্য়ে ৩ বিদেশি


গুজরাত টাইটান্সের হাতেই রয়েছে সবচেয়ে বেশি টাকা। তারা দল গোছানোর দারুণ সুযোগ পাবে নিলামে। লখনউয়ের হাতে রয়েছে সবচেয়ে কম টাকা। 


আরও পড়ুন: IPL Auction 2024: গায়ে ওঠেনি সিনিয়র দলের জার্সি, নিলাম কাঁপাবেন এই ভারতীয়রা, লিখবেন কোটির কাহিনি



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)