IPL Auction 2024: জুহির মেয়ে থেকে নীতা-প্রীতি, মরুদেশে নিলাম টেবল মাতাবেন যাঁরা

IPL Auction 2024: জুহির মেয়ে থেকে নীতা আম্বানি হয়ে প্রীতি জিন্টা, কাব্য় মারান। মরুদেশে নিলাম টেবলে মাতাবেন যাঁরা, তাঁদের তালিকা রইল এখানে। রাত পোহালেই শুরু নিলামযুদ্ধ  

| Dec 18, 2023, 17:32 PM IST
1/10

কিরণ কুমার গান্ধী

Jhanvi Mehta

কেকেআর থিঙ্ক-ট্য়াঙ্কের অন্য়তম মাথা জাহ্ণবী মেহতা। দলের দুই অন্য়তম কর্ণধার জুহি চাওলা ও জয় মেহতার কন্যা তিনি। নিলাম টেবলে এবার জাহ্ণবীর সঙ্গে থাকবেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর ও মেন্টর গৌতম গম্ভীর।  

2/10

কিরণ কুমার গান্ধী

 Kiran Kumar Gandhi

দিল্লি ক্য়াপিটালসের সহ-মালিক কিরণ কুমার গান্ধী। নিলামে অসাধারণ ট্যাকটিক্সের জন্য় তিনি পরিচিত। বলা যায় নিলামের মতো বড় দিনে তিনি জানেন কখন কোন চাল দিতে হবে।  

3/10

জাস্টিন ল্য়াঙ্গার

Justin Langer

প্রাক্তন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্য়াঙ্গারকে এবার দেখা যাবে লখনউ সুপার জায়েন্টসের কোচ হিসেবে। গম্ভীর কেকেআরে চলে এসেছেন। ফলে ল্য়াঙ্গারের কাঁধে থাকবে খেলোয়াড় তোলার দায়িত্ব।  

4/10

অ্য়ান্ডি ফ্লাওয়ার

Andy Flower

জিম্বাবোয়ের বিখ্য়াত ক্রিকেটার থাকবেন লখনউয়ের নিলাম টেবলে। তাঁর স্ট্র্য়াটেজির উপর নির্ভর করবে লখনউয়ের খেলোয়াড় কেনার বিষয়টি।    

5/10

আশিস নেহরা

Ashish Nehra

আশিস নেহরা দায়িত্ব নিয়েই গুজরাত টাইটান্সকে কাপ জিতিয়ে ছিলেন। নেহরাকে সবসময় দেখা যায় যে, তিনি দলের মালিক, ম্য়ানেজমেন্টের সঙ্গে সবসময় কথা বলছেন। তিনি চেষ্টা করেন ফ্র্য়াঞ্চাইজি যাতে সেরা প্লেয়ারই দলে নিতে পারে।  

6/10

কুমার সঙ্গাকারা

 Kumar Sangakkara

রাজস্থান রয়্য়ালসের হেড কোচ সঙ্গাকারা। তাঁর কাঁধে দায়িত্ব থাকবে গুরুদায়িত্ব।  

7/10

কাশী বিশ্বনাথন

Kasi Viswanathan

চেন্নাই সুপার কিংসের সিইও কাশীকে ছাড়া হলুদ সেনার নিলাম ভাবা যায় না। তাঁর কানে থাকে ইয়ারফোন। গুরুত্বরপূর্ণ সিদ্ধান্ত নেন তিনিই।  

8/10

নীতা আম্বানি

 Nita Ambani

নীতা আম্বানি, মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার। মাঠ হোক বা নিলাম টেবল, তাঁর চোখ থাকে সবদিকে।

9/10

প্রীতি জিন্টা

 Preity Zinta

প্রীতি জিন্টা ফ্র্যাঞ্চাইজি অন্তপ্রাণ। দুবাইয়ে নিলাম টেবলে আলাদা নজর কাড়বেন অভিনেত্রী-মালকিন।  

10/10

কাব্য় মারান

Kaviya Maran

সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য় মারানও দল অন্তপ্রাণ। মাঠ হোক বা নিলাম টেবল, তাঁর চোখ থাকে সবদিকে।