নিজস্ব প্রতিবেদন : ভারতীয় দলে সব থেকে ভাল PUBG খেলেন কারা! জানিয়ে গেলেন কুলদীপ যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধোনি, বিরাট, চাহালদের খেলা দেখে সাধারণ ক্রিকেটপ্রেমীরা বিনোদনের স্বাদ পান। কিন্তু ভারতীয় দলের ক্রিকেটারদের বিনোদনের মাধ্যম কী! ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মোবাইল গেম বা প্লে-স্টেশন খেলার অভ্যেস অনেকদিনের। কখনও বিমানবন্দরে কখনও আবার টিম বাসে ক্রিকেটারদের গেম খেলার ছবি এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। হালফিলে PUBG গেম নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রবল উত্সাহ। ক্রিকেটের বাইরে হাতে কিছুটা সময় পেলেই অথবা সফররত অবস্থায় ফুরসত পেলেই ধোনি, কোহলিরা ডুবে যান PUBG-তে।


আরও পড়ুন-  মেয়েদের আইপিএল ফাইনাল : মিতালির সঙ্গে কাল মাঠের যুদ্ধে হরমনপ্রিত



আইপিএলের পরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের মহাযুদ্ধ। আবারও একটা লম্বা সময়ের জন্য ক্রিকেট বৃত্তে প্রবেশ করবেন ভারতীয় ক্রিকেটাররা। একের পর এক ম্যাচ। একের পর এক ভেনুতে ঘোরাঘুরি। কীভাবে নিজেদের মানসিক দিক থেকে চাঙ্গা রাখবেন কোহলিরা! উত্তর হল, গেম খেলে। হাতের স্মার্টফোনে ইনস্টল করা গেম খেলেই ফুরফুরে থাকবেন ক্রিকেটাররা। তার আগে কুলদীপ জানিয়ে দিলেন ভারতীয় দলের সেরা PUBG প্লেয়ারদের নাম। কুলদীপ বললেন, এম এস ধোনি, মণীশ পাণ্ডে, যুজবেন্দ্র চাহাল ও কেদার যাদব ভারতীয় দলে সব থেকে ভাল PUBG প্লেয়ার।