জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ (IND vs BAN) দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গেল। বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। টস জিতে নাজমুল হোসেন শান্তরা ব্য়াট করতে পাঠিয়েছেন রোহিতদের। প্রতিবেদন লেখার সময়ে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৪ রান তুলতে গিয়ে ভারতের প্রথম তিন ব্য়াটার ড্রেসিংরুমে চলে যান! তাঁরা-রোহিত শর্মা (Rohit Sharma) (৬), শুভমন গিল (Shubman Gill) (০) ও বিরাট কোহলি (Virat Kohli) (৬)! চারে নেমে ঋষভ পন্থ (Risbah Pant) ৫২ বলে ৩৯ রান করে আউট হয়েছেন। আর এই চার উইকেটই নিয়েছেন বাংলাদেশের তরুণ জোরে বোলার হাসান মেহমুদ (Hasan Mahmud)! একাই কাঁধে দায়িত্ব নিয়ে ভারতীয় ব্য়াটিং লাইন-আপ গুঁড়িয়ে দিয়েছেন তিনি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'ভারত কাউকে ডরায় না' ! এই হেডমাস্টার আলাদা ধাতুরই, বাংলাদেশ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে গেল


কে এই হাসান মেহমুদ? বছর চব্বিশের হাসান ২০২০ সালে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে অভিষেক করেছিলেন। বাংলাদেশের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ পেসারদেরই একজন হিসেবে দেখা  হচ্ছে তাঁকে। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে অভিষেক করেই চমকে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৬৫ রান দিয়ে নিয়েছিলেন চার উইকেট। সেই টেস্টে মোট ছয় উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের আগামীর তারকা হাসানকে নির্দিষ্ট লাইন-লেন্থে বল করে যেতে পারেন। ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হাসান ৬ ম্যাচে ১৯.৩৩-এর গড়ে ৯ উইকেট নিয়েছিলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেক হওয়ার আগে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছিলেন। ১৮টি-টোয়েন্টিআইতে ১৮টি এবং ২২টি ওডিআই-তে ৩০টি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে খেলার আগে ৩ টেস্টে তাঁর রয়েছে ১৪ উইকেট।


আরও পড়ুন: 'তোমার অনেক বেশি...'! ফের মুখোমুখি বিরাট-গম্ভীর, সব ছেড়ে এখনই ভিডিয়ো দেখুন


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)