IND vs BAN: 'ভারত কাউকে ডরায় না' ! এই হেডমাস্টার আলাদা ধাতুরই, বাংলাদেশ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে গেল
Gautam Gambhir Brilliant Pakistan Message For Bangladesh: গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের হেড কোচ। মাঠ হোক বা মাঠের বাইরে। তিনি যে চালিয়েই খেলবেন, তা ফের বুঝিয়ে দিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-বাংলাদেশ ( IND vs BAN) দুই ম্য়াচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে। আগামিকাল অর্থাত্ ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কানপুরে। প্রথম টেস্টের আগে ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। মাঠে নামার আগেই বাংলাদেশিদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিলেন যে, নতুন হেডমাস্টার একেবারে অন্য় ধাতুতে গড়া।
আরও পড়ুন: 'ভারতকে হারিয়ে সবাই মজা পায়, মজা পেতে দিন...'
পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ উড়িয়ে ভারতে এসেছে নাজমুল হোসেন শান্তরা। এই বাংলাদেশের অন্য রকম কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেছেন হর্ষ ভোগলে। নাজমুল হোসেন শান্তরাও বেশ আত্মবিশ্বাসী। তবে গম্ভীর বুঝিয়ে দিলেন ঘি খেয়ে গন্ধ শোকার দিন শেষ। তিনি বলেন, 'ভারত সকলকে শ্রদ্ধা করে, কিন্তু ভয় কাউকে পায় না। বাংলাদেশের ক্ষেত্রেও একই গল্প। আমরা প্রতিপক্ষের দিকে তাকাই না। যে খেলাটা জানি সেটা খেলি মাঠে নেমে। আর হ্য়াঁ, বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে যা করেছে তার জন্য় শুভেচ্ছা। তবে এটা নতুন সিরিজ। ওরা কোয়ালিটি সাইড। দলে অভিজ্ঞ সাকিব-মুশফিকুর-মেহদিরা আছে। তবে প্রথম বল থেকেই আমরা সুইচ অন করে দেব।'
বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলের মতো ব্য়াটাররা যে টিমে রয়েছেন, সেই টিমের ব্য়াটিং নিয়ে কথা হবেই। তবে গম্ভীর বলছেন, একটু বোলারদের দিকেও এবার তাকাতে হবে। তাঁর সংযোজন, 'দেখুন ভারত ব্য়াটিং আবেশে থাকা একটা দেশ। জসপ্রীত বুমরা, আর অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো বোলার সেই ধারনা বদলে দিয়েছে। এরা সবাই মিলে নতুন ট্রেন্ড সেট করেছে। আর জসপ্রীত বুমরা দলে ফিরেছে। ও বিশ্বের সেরা জোরে বোলার। ওকে সাজঘরে পাওয়া দারুণ ব্য়াপার। যে কোনও সময়ে একাই খেলা ঘুরিয়ে দিতে পারে।'
ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনও অধরা বাংলাদেশের। ১৩ টেস্ট খেলে ১১ টিতেই হারতে হয়েছে। এর মধ্যে ৫টিতে হার ইনিংস ব্যবধানে। ২০০৭ সালে চট্টগ্রামে ও ২০১৫ সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছিল, তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ। বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ জিতেছে রীতিমতো দাপটের সঙ্গেই। এখন দেখার ভারতে কী করে!
আরও পড়ুন: 'তোমার অনেক বেশি...'! ফের মুখোমুখি বিরাট-গম্ভীর, সব ছেড়ে এখনই ভিডিয়ো দেখুন
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা এবং যশ দয়াল।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশে টেস্ট টিম: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনীক, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান এবং খালেদ আহমেদ। (চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম। বাকি টিম অপরিবর্তিত। পাকিস্তানে বিরুদ্ধে সিরিজে যাঁরা ছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট টিমে থাকছেন তাঁরা সকলেই।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)