ওয়েব ডেস্ক: আগামী ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ। প্রথমে টেস্ট, তারপর একদিনের ম্যাচ। ক্রিকেট চলবে বেশ অনেকদিন ধরে। এই সময়ে ভারতে উত্‍সবের মরশুম। এক এক করে হতে থাকবে, দুর্গা পুজো, কালী পুজো, সব। এরই মাঝে সমান্তরাল গতিতেই চলতে থাকবে ক্রিকেট উত্‍সব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন উইল স্মিথদের পিছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অভিষেক বচ্চনের নাম!


আপনিও নিশ্চয়ই ক্রিকেটপ্রমী? খেলা দেখবেন তো? এরমধ্যেই খারাপ খবর যে, টিম সাউদি চোটের জন্য টেস্ট সিরিজের বাইরে চলে গিয়েছেন। সে না হয় গেল। কিন্তু আপনি জানেন কি যে, নিউজিল্যান্ড দলের কোচ কে? হ্যাঁ, আপনি হয়তো জানেন। কিন্তু এটাও ঠিক যে, অনেকেই তাঁর নাম বলতে পারবেন না। আসলে খুবই লো প্রোফাইলের কোচ তো। যাক, যাঁরা জানেন না, তাঁদের জন্য জানিয়ে দেওয়া যে, নিউজিল্যান্ডের ক্রিকেট দলের কোচের নাম হল মিচেল জেমস হেসন।


আরও পড়ুন  সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন দু'দেশের মধ্যে অন্যতম সেরা তারকা!