দলে কোনও মুসলিম ক্রিকেটার নেই কেন? মুখের মতো জবাব ভাজ্জির
নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন আইপিএস অফিসারকে উচিত জবাব দিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। সদ্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেই দলে সুযোগ পেয়েছেন দেশের তরুণ প্রতিভাবান পেসার মহম্মদ সিরাজ। তরুণ এই পেসারকে গত আইপিএলে খেলতে দেখা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইপিএলে তিনি ১০টা উইকেটও পেয়েছিলেন। সদ্য নিউ জিল্যান্ড এ-র বিরুদ্ধেও খেলেছেন তিনি। এই পর্যন্ত মোট ১৬টি লিস্ট এ-টি২০ ম্যাচ খেলতে নেমে মহম্মদ সিরাজ ২৬টি উইকেট পেয়েছেন। ২৩ বছর বয়সী সিরাজকে তাই দলে নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। যদিও এই ঘটনার পরই প্রাক্তন আইপিএস অফিসার সঞ্জয় ভাট সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের দিকে প্রশ্ন তুলে বলেন, 'কেন ভারতীয় দলে কোনও মুসলিম ক্রিকেটার নেই?'
আরও পড়ুন ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য হাহাকার যুবভারতীতে
এরপরই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় ভাটকে জবাব দেন হরভজন সিং। তিনি লেখেন, 'সব ধর্মই সমান। আর কোনও ক্রিকেটার ভারতীয় দলে খেলার সময় আগে একজন ভারতীয়। তারপরে সে হিন্দু, মুসলমান, শিখ কিংবা খ্রিস্টান।' প্রাক্তন আইপিএস অফিসার এবং হরভজন সিংয়ের সেই টুইট যুদ্ধ এবার নিজেই দেখে নিন।
আরও পড়ুন মেসি, নেইমারকে অনেক পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো