নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root) অনন্য বিশ্বরেকর্ড করলেন। ওয়েস্ট ইন্ডিজের (West Indies vs England, 2nd Test) বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে রুটের ব্যাট থেকে এসেছে ১৫৩ রানের সোনায় মোড়ানো ইনিংস। রুটের ব্যাটের সৌজন্যেই ইংল্যান্ড ৯ উইকেটে ৫০৭ রান স্কোরবোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রুট ৪৯১ মিনিট ক্রিজে থেকে ৩১৬টি বল ফেস করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪টি চার। লাল বলের ক্রিকেট  রুটের এটি দ্বাদশ ১৫০ প্লাস রানের ইনিংস। রুট টপকে যান ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালেস্টার কুককে (Alastair Cook)। ইংলিশ ব্যাটারদের মধ্যে এখন রুটই টেস্টে সবচেয়ে বেশি ১৫০-র বেশি রানের ইনিংস খেললেন। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) রয়েছেন রুটের পরেই। তাঁর ঝুলিতে রয়েছে ১০টি ১৫০ প্লাস রানের ইনিংস। 


রুট এখনও পর্যন্ত তাঁর ১২টি ১৫০ প্লাস ইনিংসের মধ্য়ে ৭টি ইনিংস খেলেছেন টেস্ট অধিনায়ক হিসাবে। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে দেশের অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি  ১৫০ প্লাস ইনিংস রয়েছে কোহলির (৯টি)। দুয়ে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (৮টি)। তিনে রুট আসন ভাগ করে নিচ্ছেন ব্রায়ান লারা (Brian Lara), মাইকেল ক্লার্ক (Michael Clarke), মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene) ও গ্রেম স্মিথের (Graeme Smith) মতো মহারথীদের সঙ্গে। 


রুট অধিনায়ক হিসাবে যে ৭টি  ১৫০ প্লাস ইনিংস খেলেছেন, তার সবকটিই এসেছে বিদেশের মাটিতে। যে নিজের বিশ্বের আর কোনও টেস্ট অধিনায়কের নেই। তিনি স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming), স্টিভ ওয়া (Steve Waugh), স্টিভ স্মিথ (Steve Smith) ও বব সিম্পসনের (Bob Simpson)। রুট এখনও পর্যন্ত দু'বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০ প্লাস ইনিংস খেলেছেন। একবার করে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছেন।


রুট গতবছর আইসিসি-র বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার (2021 ICC Men's Test Cricketer of the Year) হয়েছিলেন। লাল বলে ব্যাট হাতে শাসন করেন তিনি। ইংরেজ অধিনায়ক ১৫ ম্যাচে ৬১-র গড়ে করেছিলেন ১৭০৮ রান। হাফ ডজন সেঞ্চুরিও করেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় তিনে চলে আসেন রুট। রুটের স্বপ্নের ফর্ম অব্যাহত।


আরও পড়ুন: WIvsENG: Kane Williamson-কে টপকে Joe Root-এর ২৫তম শতরান, সামনে Virat Kohli, Steve Smith


আরও পড়ুনIPL 2022: 'অন্য যে কোনও দলে আমি বাদ পড়তাম! তখন শুধু বিরাট ছিল পাশে'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)