জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওঁরা দুজন একই সময় ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রাজত্ব করেছেন। খেলেছেন একে অপরের বিরুদ্ধে। এক জন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), অন্য জন ব্রায়ান লারা (Brian Lara)। তাঁদের দু’জনকেই একসঙ্গে দেখা গেল প্রথম একদিনের ম্যাচের শেষে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিসিসিআই-এর (BCCI) পোস্ট করা এই ভিডিয়োটি দেখুন। ম্যাচ তখন শেষ। ঠিক এমন সময় টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে ঢুকলেন 'ক্রিকেটের রাজপুত্র'। শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ারদের সঙ্গে জমে উঠল আড্ডা। সেই আড্ডা আরও জমে উঠল চাহাল যোগ দেওয়ার পর। বিসিসিআই-এর পোস্ট করা এই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।



বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লারার সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের একটি ছবি পোস্ট করেছে। পোর্ট অফ স্পেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা প্রথম ওডিআই ম্যাচের সময় এই দুই কিংবদন্তি খেলোয়াড় একে অপরের সঙ্গে দেখা করলেন।



ছবি পোস্ট করে একটি বার্তায় লেখা আছে,‘দুই কিংবদন্তি,এক ফ্রেম।’ বিসিসিআই-এর শেয়ার করা এই ছবি ভক্তদের বেশ পছন্দ করছেন। এই ছবিটি বেশ ভাইরাল হচ্ছে।


আরও পড়ুন: WATCH | Dravid | Kishan: রুদ্ধশ্বাস শেষ ওভার! দ্রাবিড়-ঈশানের অভিব্যক্তি ভাইরাল


আরও পড়ুন: WATCH | Asia Cup 2022 Promo: এশিয়া কাপের প্রোমো মন জয় করে নিল ভারতীয় ফ্যানদের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)