নতুন মরশুমে ইস্টবেঙ্গল কি ISL খেলবে? আভাস মিলতে পারে বুধবার
আগে ঠিক ছিল আগস্ট মাসে শুরু হবে নতুন মরশুম। সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড হবে সেই সময়। সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল আইএসএল। কিন্তু করোনার ধাক্কায় সেই পরিকল্পনা কার্যত তছনছ হয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদন: নতুন মরশুমে ইস্টবেঙ্গল ISL খেলবে কিনা! তার একটা আভাস পাওয়া যেতে পারে বুধবার। বুধবারই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে তাদের মার্কেটিং পার্টনারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ফেডারেশন কর্তারা।
আগামী মরশুমের পরিকল্পনা নিয়েই এই বৈঠক। বৈঠকে থাকার কথা আইএসএল সিইও-র। আগে ঠিক ছিল আগস্ট মাসে শুরু হবে নতুন মরশুম। সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড হবে সেই সময়। সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা ছিল আইএসএল। কিন্তু করোনার ধাক্কায় সেই পরিকল্পনা কার্যত তছনছ হয়ে গেছে। পরিস্থিতি যা তাতে অক্টোবর বা নভেম্বরের আগে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা নেই।
এমনিতেও ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে জল্পনা তুঙ্গে। লকডাউন এর মধ্যেও দলবদলের বাজার সরগরম রেখেছে লাল হলুদ। ইস্টবেঙ্গল কর্তারাও আত্মবিশ্বাসের সুরে জানাচ্ছেন, যে তাঁরা আইএসএল খেলবেনই। তবে আইএসএল উদ্যোক্তারা বর্তমান পরিস্থিতিতে নতুন দল নিতে আগ্রহী কিনা তার আভাস পাওয়া যেতে পারে বুধবারের বৈঠক থেকেই।
আরও পড়ুন - ওয়াসিমের বিশ্ব একাদশে নেই বিরাট কোহলি, দলে মাত্র একজন ভারতীয়