ওয়াসিমের বিশ্ব একাদশে নেই বিরাট কোহলি, দলে মাত্র একজন ভারতীয়
এবার অবসর সময়ে বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের জেরে লকডাউন ভারত। ঘরবন্দি ক্রীড়াবিদরাও। খেলাধুলা বন্ধ। তবে সামাজিক যোগাযোগের মাধ্য়মে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সকলেই। এবার অবসর সময়ে বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর।
ওয়াসিম জাফর অবশ্য দল বেছেছেন এই শর্তে, যে প্রত্যেক দেশ থেকে অন্তত একজন করে রাখা হয়েছে তাঁর দলে। আর তাই বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন পেসার জশপ্রীত বুমরাহ। তেমনই দলে অলরাউন্ডার হিসেবে জায়গা হয়নি রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়ারও। জায়গা হয়নি বেন স্টোকসেরও। ওয়াসিমের দলে অলরাউন্ডার হিসেবে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। দলের নেতৃত্বে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।
This is my 'Best T20I XI' by picking
ONLY ONE player from a country:
1 @davidwarner31 (c)
2 @babarazam258
3 Kane
4 @ABdeVilliers17
5 @josbuttler (wk)
6 @Russell12A
7 @Sah75official
8 @rashidkhan_19
9 @IamSandeep25
10 Malinga
11 @Jaspritbumrah93— Wasim Jaffer (@WasimJaffer14) April 20, 2020
ব্যাটিং অর্ডার অনুযায়ী ওয়াসিম জাফরের বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ দেখে নেওয়া যাক-
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
বাবর আজম (পাকিস্তান)
কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)
এবি ডি ভিলিয়ার্লস (দক্ষিণ আফ্রিকা)
জস বাটলার (ইংল্যান্ড)
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
শাকিব আল হাসান (বাংলাদেশ)
রশিদ খান (আফগানিস্তান)
সন্দীপ লামিছানে (নেপাল)
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
জশপ্রীত বুমরাহ (ভারত)
আরও পড়ুন - করোনার সঙ্গে ম্যারাথন লড়াই করছেন মিলখা কন্যা মোনা