জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মহিলা দল জয় দিয়ে এশিয়া কাপের (Women's Asia Cup 2022-23) অভিযান শুরু করলেও কাঁটার মতো বিঁধছে পূজা বস্ত্রকারের (Pooja Vastrakar) রান আউট। সোশ্যাল মিডিয়াতে সেই রান আউট হওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই তৃতীয় আম্পায়ারের বিরুদ্ধে সরব হয়েছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন তারকা। আউট নন, তবু আউট হয়ে মাঠ ছাড়তে হল পূজাকে। ফিল্ড আম্পায়ারের তাৎক্ষণিক সিদ্ধান্তে ভুল ভ্রান্তি হতে পারে। তবে বারবার টেলিভিশন রিপ্লে দেখার পরেও তৃতীয় আম্পায়ার কীভাবে এমন ভুল সিদ্ধান্ত দিতে পারেন, তা ভেবেই অবাক ক্রিকেটপ্রেমীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার কিছুক্ষণের মধ্যেই যুবরাজ টুইট করে সমালোচনা করেন তৃতীয় আম্পায়ারের। যুবি লিখেছেন, 'এটা তৃতীয় আম্পায়ারের অত্যন্ত খারাপ সিদ্ধান্ত। পূজার এক্ষেত্রে বেনিফিট অফ ডাউটে বেঁচে যাওয়া উচিত ছিল।' 


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা




শনিবার মেয়েদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত (INDW vs SLW)। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামেন হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। ইনিংসের একেবারে শেষ ওভারে রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় পূজাকে। যদিও টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট ছিল যে, পূজা আউট ছিলেন না। অন্তত বেনিফিট অফ ডাউটেও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ব্যাটারের অনকূলেই যাওয়া উচিত ছিল বলে মত ক্রিকেটপ্রেমীদের।


আরও পড়ুন: Women's Asia Cup, INDW vs SLW : জেমিমার ব্যাট, দীপ্তির বলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের বড় জয়


আরও পড়ুন: ISL 2022-23 : সমর্থকদের জন্য সুখবর, East Bengal FC নামে মাঠে নামছে লাল-হলুদ



১৯.৫ ওভারে কুলসূর্যর বল ডিপ কভারে ঠেলে দিয়েই দু'রানের জন্য দৌড় শুরু করেন পূজা। কবিশা দিলহারির থ্রো উইকেটকিপার অনুষ্কা সঞ্জীবনীর হাতে এলে তিনি বল স্টাম্পে লাগিয়ে দেন। তবে স্পষ্ট দেখা যায় যে, বেল পড়ার আগেই পূজার ব্যাট ক্রিজের ভিতরে ঢুকে গিয়েছিল। সবাই যখন ধরেই নিয়েছেন যে পূজাকে নট আউট ঘোষণা করবেন তৃতীয় আম্পায়ার, ঠিক তখনই সকলকে অবাক করে তৃতীয় আম্পায়ার পূজাকে রান আউট ঘোষণা করেন। ধারাভাষ্যকাররা তো বটেই, এমনকি ক্রিকেটারদেরও অবাক দেখায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে। পূজা ক্রিজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। শেষমেশ তাঁকে মাঠ ছাড়তে হয়।


 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)