নিজস্ব প্রতিবেদন: ৩৫৪ ম্যাচে ৫৩টি আন্তর্জাতিক শতরান! পৃথিবী নামক গ্রহে বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি এত কম ম্যাচে এই মাইলস্টোন গড়ে ফেললেন। এদিন সেঞ্চুরিয়ানে টেস্ট কেরিয়ার ২১তম শতরান অর্জন করলেন ভারত অধিনায়ক। উল্লেখ্য, অধিনায়ক হিসেবে সচিনের পর বিরাটই দ্বিতীয় ভারত অধিনায়ক যার ঝুলিতে রয়েছে ম্যান্ডেলার দেশে করা শতরানের গৌরব। একই সঙ্গে এদিন বিরাট কোহলি ভাঙলেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের সেরা রেকর্ডও। এতদিন পর্যন্ত বিশ্বের দ্রুততম ৫৩ শতকের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। ৩৮০ ইনিংস খেলে আমলা পৌঁছেছিলেন এই উচ্চতায়। আর বিরাট সেই উচ্চতায় পৌঁছলেন ২৬ কদম আগেই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, টেস্ট (২১) এবং একদিনের আন্তর্জাতিক (৩৩) মিলিয়ে বিরাট এখন দাঁড়িয়ে ৫৩টি শতরানে। যার মধ্যে ২৪টি শতরানই এসেছে অধিনায়কের ব্যাটন হাতে। এই তালিকায় বিরাটের আগে আছেন অসি কিংবদন্তী রিকি পন্টিং এবং গ্রেম স্মিথ। ভারত অধিনায়কের ঠিক নীচেই আছেন অ্যাসেজ জয়ী অসি অধিনায়ক তথা বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ। 


আরও পড়ুন- সেঞ্চুরিয়ানে বিরাটের সেঞ্চুরি




 
অধিনায়ক (অস্ট্রেলিয়া) রিকি পন্টিং ৪১টি শতরান করেছেন ৩৭৬ ইনিংসে।
অধিনায়ক (দক্ষিণ আফ্রিকা) গ্রেম স্মিথ ৩৩টি শতরান করেছেন৩৬৮ ইনিংসে।
অধিনায়ক (ভারত) বিরাট কোহলি ২৪টি শতরান করেছেন ১০৪ ইনিংসে।
অধিনায়ক (অস্ট্রেলিয়া) স্টিভ স্মিথ ২০টি শতরান করেছেন ১০৮ ইনিংসে।
  
খেলার খবর জানতে রাত ১১টায় দেখুন 'স্পোর্টস ২৪'


টেস্ট ক্রিকেটে বিরাটের রেকর্ড- (৫৪২১)


৬৫ ম্যাচ-১০৯ ইনিংস-২১টি শতরান ও ১৫ অর্ধশতরান 


একদিনের আন্তর্জাতিকে বিরাটের রেকর্ড- (৯০৩০)
২০২ ম্যাচ- ১৯৪ ইনিংস- ৩৩টি শতরান ও ৪৫টি অর্ধশতরান 


টি-টোয়েন্টিতে বিরাটের রেকর্ড- (১৯৫৬) 
৫৫ ম্যাচ- ৫১ ইনিংস- ১৮ টি অর্ধশতরান