নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) ৬৯ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium in Mumbai) রোহিত শর্মারা (Rohit Sharma) চলতি মরশুমের শেষ ম্যাচ খেলেছিলেন সেদিন।মুম্বইয়ের ফ্যানরা আশা করেছিলেন যে, শেষ ম্যাচে হয়তো সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) খেলাবে মুম্বই। কিন্তু না শেষ ম্য়াচেও অর্জুনের জায়গা হয়েছি সেই রিজার্ভেই। বাঁ-হাতি পেসার এক ম্যাচও খেলার সুযোগ পেলেন না এবার! অর্জুনকে মুম্বইয়ের জার্সিতে মাঠে না দেখার প্রতিক্রিয়া জানালেন মুম্বইয়ের মেন্টর ও অর্জুনের বাবা সচিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'সচিনইনসাইট' শীর্ষক এক অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন। কিংবদন্তি ক্রিকেটারকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি অর্জুনকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখতে চেয়েছিলেন এই মরশুমে? এর উত্তরে সচিন বলেন,"এটা সম্পূর্ণ অন্য প্রশ্ন। আমি কী ভাবছি বা কী মনে করছি, সেটা গুরুত্বপূর্ণ নয়। এই মরশুম শেষ হয়ে গিয়েছে। অর্জুনের সঙ্গে আমার যখনই কথা হয়, তখনই আমি ওকে বলি যে, রাস্তা কঠিন ও চ্যালেঞ্জিং হবে। তুমি ক্রিকেট খেলছ, কারণ ক্রিকেটকে তুমি ভালবেসেছ। আর এটাই করতে থাকবে। কঠোর পরিশ্রম করলে রেজাল্ট আসবেই। যদি দল নির্বাচনের কথা বলেন, তাহলে বলতে পারি, এই বিষয়গুলিতে আমি কখনও ঢুকি না। এটা টিম ম্য়ানেজমেন্টের ওপর ছেড়ে দিই। এভাবেই আমি কাজ করি।"


গত মরশুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি বছর বাইশের ক্রিকেটারের। মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত শর্মা (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় কেনে মুম্বই।


আরও পড়ুন: Wriddhiman Saha, IPL 2022: খালি হাতে ফিরলেও হতাশ নন দেবারিত, Gujarat-এর জন্য করলেন প্রার্থনা


আরও পড়ুনPiyali Basak Scales Mt Lhotse : চন্দননগরের মেয়ের অসাধ্য সাধন, এভারেস্টের পর Lhotse জয় পিয়ালির


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)