বিশ্বকাপে আজ নামছে ব্রাজিল, একশো শতাংশ ফিট নন নেইমার!
নেইমার খেলবেন কিনা সে নিয়েও পরিষ্কার করে কিছু বলেননি তিতে।
নিজস্ব প্রতিবেদন : রবিবার রোস্তভে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচেই নেইমারদের প্রতিপক্ষ সুইত্জারল্যান্ড। বিশ্বকাপে ব্রাজিলের প্রখম ম্যাচে নেইমারের খেলা নিয়ে রহস্য দানা বাঁধছে!
আরও পড়ুন- আজ মেক্সিকোর বিরুদ্ধে নামছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি
পায়ের চোট সারিয়ে বিশ্বকাপের আগে দু'টি প্রস্তুতি ম্যাচে খেলেছেন নেইমার। দুটি ম্যাচেই পুরো ৯০ মিনিট না খেললেও গোল পেয়েছিলেন ওয়ান্ডার কিড। সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, নেইমার এখনও একশো শতাংশ ফিট নন। নেইমার খেলবেন কিনা সে নিয়েও পরিষ্কার করে কিছু বলেননি তিতে। তবে চোটের কারণে সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে মিডফিল্ডার ফ্রেডকে পাচ্ছে না ব্রাজিল শিবির।
আরও পড়ুন- পেনাল্টি মিস করে কী বললেন মেসি?
নেইমার নিজে অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত। উইলিয়ান, মার্সেলো, কুটিনহো, পাউলিনহো, জেসুসরা অবশ্য সুইসদের বিরুদ্ধে জিততে মরিয়া। জাকা, শাকিরি, লিচস্টেইনাররা অবশ্য ব্রাজিলকে আটকাতে টিমগেমে ভরসা রাখছে।