ICC World Cup 2019: বিরাটদের বিশ্বকাপের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী
বিরাটের টুইটের জবাব দিলেন নমো।
নিজস্ব প্রতিবেদন : ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে শুরু বিশ্বকাপের আসর। ভারতের বিশ্বকাপ অধিনায়ক শুরু ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিকে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। মোদী-সুনামি প্রত্যক্ষ করেছে গোটা দেশ। ৩৫৪ আসনে জিতেছে এনডিএ। বিপুল জনসমর্থন নিয়ে ফের ক্ষমতায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিলেত থেকেই অভিনন্দন জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার বিরাটের টুইটের জবাব দিলেন নমো। বিশ্বকাপের জন্য কোহলির দলকে শুভেচ্ছা জানালেন তিনি।
২৪ মে ফের মোদী সরকার ক্ষমতায় আসছে জানান পরেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লেখেন, "অভিনন্দন নরেন্দ্র মোদীজি।আমরা বিশ্বাস করি আপনার দর্শন ভারতকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবে। জয় হিন্দ!"
বিরাটের এই টুইটারের উত্তরে দেশের ভাবী প্রধানমন্ত্রী লেখেন,"ধন্যবাদ বিরাট কোহলি।তোমাকে এবং তোমার দলকে আসন্ন বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।" ১৯৮৩ এবং ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। এবারও ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল বিরাটের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
আরও পড়ুন - ICC World Cup 2019: বোলিংয়ে বৈচিত্র্যের জন্যই ভারত কাপ জয়ের দাবিদার, বলছেন ইয়ান চ্যাপেল