জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য় শেষ হওয়া বিশ্বকাপ দেখতে (World Cup 2023) যাঁরা মাঠে হাজির ছিলেন, তাঁরা নিজেদের পিঠ নিজেরাই চাপড়াতে পারেন। কারণ আপনাদের প্রবল সমর্থনের জন্য়ই বিশ্বরেকর্ড করল ভারত। আইসিসি (ICC) ওরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, অতীতের সব রেকর্ড ভেঙে গেল। তেইশের কাপযুদ্ধেই সবচেয়ে বেশি মানুষের আগমন ঘটেছিল। অতীতে কোনও বিশ্বকাপে এত দর্শক হয়নি। পরিসংখ্য়ান চলে এসেছে সামনে। ১২ লক্ষ ৫০ হাজার ৩০৭ জন খেলা দেখেছেন দেশের ১০ শহরে। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হাজির ছিলেন প্রায় এক লক্ষ লোক। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের অবদানও অনস্বীকার্য। ডিজিটাল ও টেলিভিশন মিলিয়ে ৩৬ কোটি ৪২ লক্ষ মানুষ খেলা দেখেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Fact Check | Shakib Al Hasan: কলার টেনে হিঁচড়ে ফেলা হল সাকিবকে! বিশ্বকাপের পরেই কি সমর্থকদের হেনস্থা?



বিশ্বকাপের ভেন্যু হিসেবে ১০টি শহরের ১০টি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছিল। ধরমশালা (হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম), দিল্লি (অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম), লখনউ (একানা স্পোর্টস সিটি স্টেডিয়াম), কলকাতা (ইডেন গার্ডেন্স), আহমেদাবাদ (নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম), মুম্বই (ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম), পুণে (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম), হায়দরাবাদ (রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম), চেন্নাই (এমএ চিদম্বরম স্টেডিয়াম) ও বেঙ্গালুরুর (এম চিন্নাস্বামী স্টেডিয়াম) খেলা হয়েছে। দু'টি ভেন্যুতে হয়েছিল ওয়ার্ম আপ ম্যাচ। তালিকায় ছিল অসমের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘরের মাঠ চারটি ওয়ার্ম আপ ম্য়াচে আয়োজনের দায়িত্ব পেয়েছিল। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামেও হয়েছিল গা ঘামানোর ম্য়াচ।


অতীতের রেকর্ড কী বলছে? ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউ জিল্য়ান্ড যৌথ ভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। সব ভেন্য়ু মিলিয়ে মাঠে ১০ লক্ষ ১৬ হাজার ৪২০ জন এসেছিলেন। ২০১৯ বিশ্বকাপের আয়োজন করেছিল ইংল্য়ান্ড ও ওয়েলস। ৭ লক্ষ ৫২ হাজার ফ্য়ানরা স্ট্য়ান্ড থেকে দেখেছিলেন খেলা। ২০২৭ সালে বিশ্বকাপের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়ে। দেখা যাক সাতাশের কাপযুদ্ধ ভারতকে ছাপিয়ে যেতে পারে কিনা! ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ২০ বছর আগের বদলা নিতে পারেনি ভারত। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেবার ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। রোহিতদের সামনে সুযোগ ছিল মধুর প্রতিশোধ নেওয়ার। তবে বদলায়নি ইতিহাস। আহমেদাবাদে অধরাই ছিল 'বদলাপুর'। স্বপ্নভঙ্গ, আবার বছর ২০ পর, ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা সেই অস্ট্রেলিয়া। ১ লক্ষ ৩০ হাজার দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে দিয়েছিল কামিন্সের ক্য়াঙারু বাহিনী।


আরও পড়ুন: ICC: রোহিতের নেতৃত্বেই সেরা দল, ছ'জন ভারতেরই, অস্ট্রেলিয়া থেকে মাত্র দুই!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)