নিজস্ব প্রতিবেদন :  ১৯৯৯ সালে বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। তবে প্রথম বিশ্বকাপে মুখোমুখি হয়নি ভারত-বাংলাদেশ। দু'দশক ধরে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাকে হাতিয়ার করে ২০১৯ বিশ্বকাপে উপমহাদেশের অন্যতম লড়াকু দলের নাম বাংলাদেশ। মঙ্গলবার দুই প্রতিবেশি দেশের লড়াই। ধারে ভারে কোহলিরা এগিয়ে থাকলেও বিশ্বকাপের আসরে কোনও দেশই বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



*বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছে ৩বার।
*২০০৭ সালে বিশ্বকাপের প্রথম সাক্ষাতে ভারতকে হারায় বাংলাদেশ।
*২০১১ এবং ২০১৫ সালে বিশ্বকাপে দু'বারই বাংলাদেশকে হারায় ভারত।
*একদিনের ক্রিকেটে দুই দেশের মধ্যে ৩৫ বারের সাক্ষাতে ২৯ বার জিতেছে ভারত। ৫ বার জিতেছে বাংলাদেশ। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।


আরও পড়ুন - ICC World Cup 2019: বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করতে মরিয়া কোহলিরা


অভিজ্ঞতা থেকে পারফরম্যান্স সবেতেই বাংলাদেশের থেকে কয়েক কদম এগিয়ে রয়েছে ভারত। বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচেও বাংলাদেশকে হারায় ভারত। কিন্তু আগের ম্যাচেই চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে অপরাজিত তকমা হারিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। তাই এশিয়ার টাইগারদের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক কোহলির।