ICC World Cup 2019: বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করতে মরিয়া কোহলিরা

রবিবার এজবাস্টনে রুটদের কাছে হারের পর ভারতীয় দলে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

Updated By: Jul 1, 2019, 07:55 PM IST
ICC World Cup 2019: বাংলাদেশকে হারিয়ে শেষ চার নিশ্চিত করতে মরিয়া কোহলিরা

নিজস্ব প্রতিবেদন: ৪৮ ঘণ্টার ব্যবধানে বিশ্বকাপে ফের নামছে ভারত। মঙ্গলবার এজবাস্টনে মুখোমুখি ভারত-বাংলাদেশ। দুই প্রতিবেশি দেশের লড়াই। মঙ্গলবার জিতলেই শেষ চারের টিকিট কনফার্ম করে নেবে কোহলিরা। অন্যদিকে সেমি ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে হলে জিততেই হবে সাকিবদের।

রবিবার এজবাস্টনে রুটদের কাছে হারের পর ভারতীয় দলে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। কোপ পড়তে পারে কেদার যাদব এবং যুজবেন্দ্র চাহলের ওপর। পরিবর্তে দলে ঢুকতে পারেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমার। চোট কাটিয়ে ভুবি এখন পুরোপুরি ফিট। ভুবনেশ্বর কুমার দলে এলে বোলিংয়ের পাশাপাশি লোয়ার ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী হবে। আর বাংলাদেশ ম্যাচে রবীন্দ্র জাদেজাকে খেলাতে মরিয়া কোহলি। অল রাউন্ডার জাদেজার উপস্থিতি ভারতীয় দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে প্রবল সমালোচনা হচ্ছে ধোনির স্লো ব্যাটিং নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ধোনিকে বিশ্রাম দিয়ে দীনেশ কার্তিককে খেলানোর ঝুঁকিটা কি নেবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট! সেটাও প্রশ্ন থাকছে। বার্মিংহামের পাটা পিচে শুরুতে ব্যাটিং করে বড় রান তোলাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন - ICC World Cup 2019: ইংল্যান্ডের কাছে ভারতের হার! ক্ষোভে ফুঁসছেন ওয়াকার ইউনিস

অন্যদিকে বাংলাদেশের বড় ভরসা সাকিবের ফর্ম। কাফ মাসেলের চোট কাটিয়ে ফিরতে পারেন মিডল অর্ডারের বড় ভরসা মাহমদুল্লাহ। ভারতের বিরুদ্ধে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে বেছে নিতে পারেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট বাংলাদেশের। বাকি দুটি ম্যাচ। ভারতকে হারাতে পারলে সেমি ফাইনালের ক্ষীণ আশা জিইয়ে রাখবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে পাশাপাশি অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের। ২০০৭ সালে বিশ্বকাপে ভারতকে হারিয়ে নক আউটে পৌঁছেছিল বাংলাদেশ। এবারও কি তারই অ্যাকশন রিপ্লে দেখা যাবে!   

 

.