ওয়েব ডেস্ক: ব্যাট হাতে মহম্মদ আমেরের বিশ্বরেকর্ড। ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে আমের নতুন রেকর্ড গড়লেন। ইংল্যান্ডের করা ৪৪৪ রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে একেবারে শেষে ব্যাট করতে নেমে আমের করেন ৫৮ রান। ম্যাচ ও সিরিজ অবশ্য হেরে যায় পাকিস্তান।


আরও পড়ুন-আমের-এর দুরন্ত সেই স্পেল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে আমের-এর ৫৮ রানটাই ১১ নম্বরে নামা ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। আমের ভাঙলেন তাঁর দেশেরই শোয়েব আখতারের রেকর্ড। ২০০৩ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই শোয়েব করেছিলেন ৪৩ রান।   


আরও পড়ুন- এই ম্যাচে আর কী দারুণ রেকর্ড হল


এই ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৪৪ রান করে ইংল্যান্ড।