ENG vs IND: এজবাস্টন টেস্ট হেরে পাকিস্তানেরও নীচে চলে গেল ভারত!
২০০৭ সালের পর ফের একবার ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু সেটা হল না।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টন টেস্ট হেরে ভারতের ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বপ্নভঙ্গ যেমন হল, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও (World Test Championship Points Table) পড়ল বড় রকমের প্রভাব।
এজবাস্টনে স্লো-ওভাররেটের জন্য ভারত পেনাল্টি পয়েন্ট পেল। এর সঙ্গেই ৪০ শতাংশ ম্যাচ-ফি কাটা গেল জসপ্রীত বুমরাদের। পেনাল্টি পয়েন্ট পেয়ে ভারত এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তানের নীচে চলে এল! তিনে উঠে এল বাবর আজম অ্যান্ড কোং।
এই মুহূর্তে একে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৭৭.৭৮ %, পয়েন্ট - ৮৪।
দুয়ে দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৭১.৪৩ %, পয়েন্ট - ৬০।
তিনে এল পাকিস্তান, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এখন পয়েন্ট পার্সেন্টেজ ৫২.৩৮ %, পয়েন্ট - ৪৪
চারে নেমে আসা ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৫২.০৮ %। পয়েন্ট - ৭৫।
পাঁচে ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ানদের পয়েন্ট পার্সেন্টেজ ৫০%, পয়েন্ট - ৫৪।
২০০৭ সালের পর ফের একবার ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু সেটা হল না। রবি শাস্ত্রীর আমলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েছিল ভারত। তবে দ্রাবিড় ব্যাটন হাতে তুলে নিতেই সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
আরও পড়ুন: ENG vs IND: টেস্ট হেরে কোন ইস্যু নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন রাহুল দ্রাবিড়? ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: ENG vs IND: সচিন থেকে শেহওয়াগ, ইংল্যান্ডের ক্রিকেটে মোহিত প্রাক্তন মহারথীরা
আরও পড়ুন: Rahul Dravid: এজবাস্টনে অশ্বিনকে খেলানোর দাবি উঠেছে বারবার! জেনে নিন দ্রাবিড়ের যুক্তি