নিজস্ব প্রতিবেদন: শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। ১৯১১ সালে ইংরেজ দলকে হারিয়ে আইএফএ শিল্ড এনেছিল এই ক্লাব। সে ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা। তবে গঙ্গাপারের এই ক্লাবের মোহে মার্কিন মুলুকও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমেরিকাবাসী মোহনবাগান ভক্ত। আই লিগ জিতেছে মোহনবাগান। প্রিয় ক্লাবের এই জয়ে অন্য সময় হলে সুদূর আমেরিকাতেও সবুজ মেরুন এর মেলা বসতো। লকডাউনের লস এঞ্জেলস থেকে করোনাময় ক্যালগেরি, গৃহবন্দি সবাই। আর তাই সেলিব্রেশনটা ছোট হতে হতে এখন জুম, গুগল হ্যাঙ্গাউটে বন্দী হয়ে গেছে। তবে জয়ের উচ্ছ্বাসে ভাটা পড়েনি।


আরও পড়ুন: আজব কাণ্ড! করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই শুরু হয়ে গেল ফুটবল লিগ


এই সময় রাস্তায় নেমে মোহনবাগান রব ছাড়া সম্ভব নয়। এ আপশোস ভোলার নয়। তবে, শহরজুড়ে শোভাযাত্রা হোক বা নাই হোক, ঘর থেকেই সেলিব্রেশনে সামিল সবাই। আগামী পঁচিশে জুলাই, মোহনবাগান দিবসের  ঠিক আগের শনিবার তাই মেরিনার্স এব্রোডের ছোট্ট প্রচেষ্টা। বিশ্বজুড়ে মোহনবাগান সমর্থকদের এই অনলাইন অনুষ্ঠানে স্বাগত সবাইকে। যেখানেই যে থাকুন না কেন, আড্ডার মেজাজটা কিন্তু ভার্চুয়াল রকে বসেই হবে। শামিল থাকবেন অনিন্দ্য, রুদ্রনীল, কনীনিকার মতো মোহনবাগানের সমর্থক সেলেবরাও।