আজব কাণ্ড! করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই শুরু হয়ে গেল ফুটবল লিগ

 কর্তৃপক্ষের এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

Updated By: Jul 19, 2020, 03:51 PM IST
আজব কাণ্ড! করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই শুরু হয়ে গেল ফুটবল লিগ

নিজস্ব প্রতিবেদন- এর থেকে ভয়াবহ কাণ্ড বোধ হয় সাম্প্রতিককালে আর হয়নি। করোনায় আক্রান্ত ফুটবলারদের নিয়েই শুরু হয়ে গেল লিগের ম্যাচ। করোনার প্রকোপ কমাতে লকডাউনের জেরে ক্রিকেট, ফুটবলসহ প্রায় সব খেলাই বন্ধ ছিল দীর্ঘদিন। ১১৬ দিন বাদে ক্রিকেট ফিরেছে মাঠে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলতে নেমেছে। তবে ফুটবল ফিরেছে আগেই। ইউরোপের বহু দেশে লম্বা বিরতির পর ফুটবল লিগ শুরু হয়েছে। আফ্রিকার জাম্বিয়াতেও ফিরেছে ফুটবল। তবে অবাক করার মতো বিষয়, করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়েই সেখানে লিগ শুরু করেছে কর্তৃপক্ষ।

জাম্বিয়ান সুপার লিগ কর্তৃপক্ষের এমন মারাত্মক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, সব কিছু জানা সত্ত্বেও কী করে কর্তৃপক্ষ সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে! বর্তমান লিগ টেবিলের শীর্ষে থাকা দল ফরেস্ট রেঞ্জার্সের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। তাঁদের আইসোলেশনে না পাঠিয়ে ম্যাচ খেলতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সবই জানে। তবুও কর্তারা একগুঁয়েমি করে চলেছেন। তাঁদের যুক্তি, লিগ শেষ করতে হবে!কিন্তু তাঁদের এমন সিদ্ধান্তের জন্য যে প্রাণহানিও হতে পারে সেদিকে কর্নপাত করছেন না তাঁরা। 

আরও পড়ুন-  বাঁ-হাতের তিনটি আঙুল মুড়ে কেন এমন সেলিব্রেশন করলেন 'বিশ্বের এক নম্বর অলরাউন্ডার'!

জানা গিয়েছে, জাম্বিয়ান সুপার লিগের ২০১৯-২০ মরশুম পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার্স জানায়, ফুটবলার ও স্টাফ মিলিয়ে তাদের দলের ৫৮ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছিল। তাঁদের মধ্যে ২৮ জন পজিটিভ হয়েছেন। এঁদের মধ্যে ১৭ জনই দলের ফুটবলার। লিগ কর্তৃপক্ষকে সব কিছু জানায় ক্লাব। কিন্তু কর্তৃপক্ষ বলে আর কিছু করার নেই। এই অবস্থাতেই খেলতে হবে। ক্লাবের মুখপাত্র ক্রিস্টিনা জুলু বলেছেন, জানাকোর বিরুদ্ধে ম্যাচ ছিল আমাদের। লিগ কর্তৃপক্ষ জানায়, সূচি মেনেই ম্যাচ হবে। আমরা না খেললে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে জানকোকে। প্রসঙ্গত, টুর্নামেন্টে এখনও মোট ১০ রাউন্ড খেলা বাকি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল লুসাকা ডায়নামোসের থেকে ছয় পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে রেঞ্জার্স। 

.