নিজস্ব প্রতিবেদন:   ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে থেমেছিলেন অনিল কুম্বলে। কর্ণাটকী লেগ স্পিনারের সময় DRS থাকলে উইকেট সংখ্যা ৯০০ তে গিয়ে দাঁড়াত বলে মনে করেন গৌতম গম্ভীর। একইভাবে হরভজন ৭০০ উইকেটের মালিক হতে পারত বলে দাবি গৌতির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গম্ভীর এর মতে, কুম্বলে আর হরভজন ভারতের দুই শ্রেষ্ঠ স্পিনার। সামনের পায়ে এলবিডব্লিউ-র সুবিধা এরা কখনোই পাননি বলে আক্ষেপ করছেন ভারতের প্রাক্তন তারকা ওপেনার। অধিনায়ক কুম্বলেরও প্রশংসা গম্ভীরের মুখে। কয়েকদিন আগেই গম্ভীর জানিয়েছিলেন, যে সব ভারত অধিনায়কের নেতৃত্বে তিনি খেলেছেন তাঁদের মধ্যে সেরা অধিনায়ক অনিল কুম্বলেই।



অধিনায়ক হিসেবে কুম্বলের উদাহরণ টানতে গিয়ে ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে সিরিজে ওপেনার হিসেবে তাঁকে ভরসা দেওয়ার কথা জানাচ্ছেন গম্ভীর। সিরিজ শুরু হওয়ার আগে  কুম্বলে বলেছিলেন, চার টেস্টের আট ইনিংসে কোনও রান না করলেও চিন্তার কিছু নেই। এখনও যা মনে রেখেছেন গম্ভীর। সৌরভ- ধোনিদের মতো কুম্বলেও দীর্ঘ সময় ধরে দেশের নেতৃত্ব দিলে ভারত অনেক রেকর্ড করতে পারত বলেও মনে করেন দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।


 



আরও পড়ুন - করোনার সঙ্গে মোকাবিলা যেন কঠিন পিচে টেস্ট ম্যাচ বাঁচানোর লড়াই, বলছেন সৌরভ