WPL 2023, RCB vs GG: হারলিন-শোফিয়ার ব্যাটের দাপটে প্রথম জয় পেল গুজরাত, হারের হ্যাটট্রিক করল স্মৃতির আরসিবি
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক স্নেহ রানা। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কাফ মাশলে চোট পেয়েছিলেন অধিনায়ক বেথ মুনি। তাঁর না থাকার অভাব গত ম্যাচেও টের পেয়েছিল গুজরাত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরুষদের মতো মহিলাদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও (Royal Challengers Bangalore Women) ব্যর্থতা তাড়া করে বেড়াচ্ছে। বিরাট কোহলির (Virat Kohli) দল যেমন চাপের মুখে মুখ থুবড়ে পড়ত, ঠিক তেমনই অবস্থা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দলের। এই হারের জন্য চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে (Womens Premire League 2023) হারের হ্যাটট্রিক করল আরসিবি মহিলা দল (RCB Women)। মূলত হারলিন দেওল (Harleen Deol) ও শোফিয়া ডাঙ্কলের (Sophia Dunkley) মারমুখী ইনিংসের জন্যই গুজরাত জায়ান্টাসের (Gujarat Giants Women) জয়ের ভীত গড়ে দেয়। আর সেই ইনিংসের দাপটেই আরসিবি-কে ৬ উইকেটে ১৯০ রানে আটকে ১১ রানে জয় পেল গুজরাত।
এই ম্যাচে খেলতে নামার আগে দুটি দলই একাধিক কারণে ধুঁকছিল। নিজেদের জোড়া হারের ধাক্কায় জর্জরিত ছিল আরসিবি ও গুজরাত। কিন্তু বুধবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গুজরাতের দুই ব্যাটার পুরো হিসেবে বদলে দেবে সেটা কে জানত! হারলিন ও শোফিয়ার মারমুখী ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তুলে দেয় গুজরাত। আর স্কোরবোর্ডে থাকা বড় রানই তৃতীয় ম্যাচে গুজরাতকে জয়ের মুখ দেখাল।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক স্নেহ রানা। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কাফ মাশলে চোট পেয়েছিলেন অধিনায়ক বেথ মুনি। তাঁর না থাকার অভাব গত ম্যাচেও টের পেয়েছিল গুজরাত। তবে এবার কিন্তু হারলিন দেওল ও শোফিয়া ডাঙ্কলে দলের অধিনায়কের অভাব অনুভব করতে দিলেন না। দু'জনের জুটি ঘুরিয়ে দিল খেলা।
আরও পড়ুন: Steve Smith, BGT 2023: মরণ-বাঁচন টেস্টের জন্য দুটি পিচ কেন? গোপন কথাটি ফাঁস করলেন স্টিভ স্মিথ
শুরুতে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেটে দ্রুত ৬০ রান যোগ করেন হারলিন ও শোফিয়া। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ২৮ বলে ৬৫ রান আউট হন। ফিরে যাওয়ার আগে মারলেন ১১টি চার ও ৩টি ছক্কা। যদিও এরপর দলের বাকি মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান হরলিন। শেষ ওভার পর্যন্ত ক্রিজে থেকে করেন ৪৫ বলে ৬৭ রান। তাঁর ইনিংস ৯টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। অ্যাশলে গার্ডেনার (১৫ বলে ১৯), ডায়ালন হেমলথা (৭ বলে ১৬) ও অ্যানাবেল সাদারল্যান্ড (৮ বলে ১৪) উল্লেখযোগ্য অবদান রাখেন। ফলে বড় রান তুলে দেয় গুজরাত।
২০১ রান চেজ করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন স্মৃতি ও তাঁর পার্টনার শোফি ডিভাইন। দু'জন প্রথম উইকেটে তুলে দেন ৫৪ রান। তবে এরপরেই ছন্দপতন ঘটে। গত দুই ম্যাচের মতো এবারও 'সেট' হয়ে আউট হলেন আরসিবি অধিনায়ক স্মৃতি। দিল্লির বিরুদ্ধে ৩৫, মুম্বইয়ের বিপক্ষে ২৩ ও এদিন ফিরলেন ১৪ বলে ১৮। তাঁকে আউট করে আরসিবি-কে প্রথম ধাক্কা দেন অ্যাশলে গার্ডেনার। তিনি ৩১ রানে ৩ উইকেট নেন।
তবে নেতিবাচক মানসিকতালে দূরে সরিয়ে রেখে পালটা লড়াই শুরু করেন শোফি। তাঁকে সঙ্গে দেন এলসি পেরি। কিন্তু বোর্ডে ৯৭ রান যোগ হতেই ফের ধাক্কা খায় আরসিবি। এবার ২৫ বলে ৩২ রানে ফিরলেন এলসি পেরি। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শোফি ও বঙ্গ তনয়া রিচা ঘোষ। কিন্তু শেষ পর্যন্ত আরসিবি আর পারল না। কারণ শোফি ডিভাইন ৪৫ বলে ৬৬ রান করে আউট হন। শোফি ফিরে যাওয়ার পরেও শেষ চেষ্টা করেছিল আরসিবি। হিথার নাইট ও পুনমের লড়াকু ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। কিন্তু আরসিবি-র শেষরক্ষা হল না।