জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের জয়রথ ছুটেই চলেছে। প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে হারানোর পর, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হেলায় ৯ উইকেটে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হলেন হিলি ম্যাথুউজ। তবে এই জয়ে সাইকা ইশাকের অবদানও কম নয়। গুজরাতের পর এবারও সফল এই বাঁহাতি স্পিনার। গত ম্যাচে সাইকা নিয়েছিলেন ১১ রানে ৪ উইকেট। আর এবার ঝুলিতে এল ২৬ রানে ২ উইকেট। ফলে চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সর্বাধিক ছয় উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক হলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিপক্ষকে ১৫৫ গুটিয়ে এমনিতেই অক্সিজেন পেয়েছিল মুম্বই। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর এবার আরসিবি-র বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন হিলি ম্যাথুউজ। সঙ্গে পেয়েছিলেন ইয়াস্তিকা ভাটিয়াকে। গুজরাতের বিরুদ্ধে ৪৭ রান করার পর, এবারও সেই একই খুনে মেজাজে মাত্র ২৬ বলে ৫০ করে ফেললেন এই ক্যারিবিয়ান। তাই ইয়াস্তিকা ১৯ বলে ২৩ রানে আউট হয়ে গেলেও, মুম্বইকে একেবারেই বেগ পেতে হয়নি। 



৪৫ রানে ১ উইকেট চলে যাওয়ার পর, মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যান হিলি ম্যাথুউজ ও ন্যাট ব্রান্ট। দুজন দ্বিতীয় উইকেটে ১১৪ রান তুলে হরমনপ্রীতের দলের দ্বিতীয় জয় নিশ্চিত করেন। হিলি ম্যাথুউজ ৩৮ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। তাঁর মারমুখী ইনিংসে ছিল ১৩টি চার ও ১টি ছক্কা। ন্যাট ব্রান্ট ২৯ বলে ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি মারলেন ৯টি চার ও ১টি ছক্কা। ফলে ১৪.২ ওভারে ১ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। 


দিল্লির পর এবার মুম্বইয়ের বিরুদ্ধেও ধরা পড়ল সেই এক রোগ। প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্মৃতি। তবে লাভ হল না। হরমনপ্রীত কৌরদের বিরুদ্ধে প্রত্যাশিত রান তুলতে পারলেন না মন্ধানারা। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৫৫ রানে শেষ হল আরসিবি-র ইনিংস। সেটা অবশ্য বঙ্গতনয়া সাইকা ইশাকের জন্য। গুজরাতের পর এবারও সফল এই বাঁহাতি স্পিনার। গত ম্যাচে সাইকা নিয়েছিলেন ১১ রানে ৪ উইকেট। আর এবার ঝুলিতে এল ২৬ রানে ২ উইকেট। ফলে চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত সর্বাধিক ছয় উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক হলেন তিনি। 


আরও পড়ুন: MS Dhoni, IPL 2023: রাহানে, রায়াডুদের বিরুদ্ধে অফ স্পিন বল করলেন ধোনি, ভিডিয়ো ভাইরাল


আরও পড়ুন: Shakib Al Hasan, BAN vs ENG: ৬ হাজার রান ও ৩০০ উইকেট নিয়ে ইতিহাসের তৃতীয়স্থানে সাকিব



সোফি ডিভাইনের সঙ্গে শুরুটা খারাপ করেননি মন্ধানা। ১১ বলে ১৬ রান করে ডিভাইন আউট হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে উইকেট হারায় আরসিবি। তিন নম্বরে নামা দিশা কাসাত (শূন্য) রান পেলেন না। ১৩ রান করে রান আউট হলেন এলিস পেরিও। পাঁচ নম্বরে নেমে হেথার নাইটও প্রথম বলেই সাজঘরে ফিরলেন। তাঁর আগেই আউট হয়ে যান মন্ধানা। আরসিবি অধিনায়কের ব্যাট থেকে এল ১৭ বলে ২৩ রান। পাঁচটি বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যান তাঁরা।


এর পর বেঙ্গালুরুর ইনিংসের হাল ধরেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। যদিও বড় ইনিংস খেলতে পারলেন না। তাঁর ব্যাট থেকে এল ২৬ বলে ২৮ রান। আরসিবির ইনিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল কণিকা আহুজা (২২), শ্রীয়াঙ্কা পাতিল (২৩), মেগান শাটদের (২০) সম্মিলিত লড়াই।



বল হাতে সোমবারও নজর কাড়লেন বাংলার সাইকা ইশাক। ২৬ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। মুম্বইয়ের সফলতম বোলার হিলি ম্যাথুউজ ২৮ রানে ৩ উইকেট পেলেন। ৩০ রান দিয়ে ২ উইকেট অ্যামেলিয়া কেরের। একটি করে উইকেট পূজা বস্ত্রকার এবং সিভার ব্রান্টের। ৯ মার্চ দিল্লির বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামবে তালিকার শীর্ষে থাকা মুম্বই। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)