Virat Kohli, WPL 2023: আরসিবি-র মহিলা দলের নেত্রী কে? নাম জানালেন বিরাট
২৬ বছরের মুম্বইয়ের কন্যা স্মৃতি পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরুতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্মৃতিকে দলে নিতে খরচ করেছিল ৩ কোটি ৪০ লক্ষ টাকা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে সত্যি হল জল্পনা। আসন্ন উইমেন'স প্রিমিয়র লিগে (WPL2023) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) মহিলাদের অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। এই মুহূর্তে হরমনপ্রীত কউরের (Harmanpreet Kaur) নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 Womens World Cup 2023) খেলতে ভারতের মহিলা দল (Indian Womens Cricket Team)। ঠিক এমন সময় আরসিবি-র (RCB) মহিলা দলের অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল। তাও আবার এই ঘোষণা করলেন বিরাট কোহলি (Virat Kohli) ও ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis)।
এরপর বিরাট বলেন, "আমাদের দলের সমর্থকদের জন্য সুখবর। আমাদের মহিলা একজন দক্ষ ও লড়াকু নেত্রীর হাতে যেতে চলেছে। আমি যেমন ১৮ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছি, স্মৃতি সেভাবেই দলকে এগিয়ে যাবে।"
আরসিবি-র বর্তমান অধিনায়ক ডু প্লেসিস বলেন, "ভারতীয় দলে স্মৃতির অবদান অনস্বীকার্য। আমি জানি ও ঠিক সেভাবেই আমাদের দলকে নেতৃত্ব দেবে।"
আরও পড়ুন: Ravindra Jadeja as Pathaan: জাদেজাকে পাঠান নামে ডাকলেন বিরাট, ভিডিয়ো হল ভাইরাল
আরও পড়ুন: David Warner, BGT 2203: দিল্লি টেস্ট থেকে কেন ছিটকে গেলেন ওয়ার্নার? পরিবর্ত কে?
এত বড় দায়িত্ব পেয়ে স্বভাবতই আপ্লুত স্মৃতি। তিনি বলেন, "এত বড় দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আশাকরি আরসিবি-র গরিমা রক্ষা করতে পারব।"
২৬ বছরের মুম্বইয়ের কন্যা স্মৃতি পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরুতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্মৃতিকে দলে নিতে খরচ করেছিল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। দেশের হয়ে ১১২টি টি-টোয়েন্টি খেলা স্মৃতির ব্যাট থেকে এসেছে ২৬৫১ রান। টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে স্মৃতির ব্যাট কথা বলে। একবার ক্রিজে সেট হয়ে গেলে স্মৃতি রেয়াত করেন না কোনও বোলারকেই। ৫০ লক্ষ টাকার সর্বোচ্চ বেসপ্রাইজ হরমনপ্রীত ও দীপ্তির সঙ্গে ছিলেন স্মৃতিও। স্মৃতি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। টিভির পর্দায় নিলাম অনুষ্ঠানে রেখেছিলেন চোখ। আরসিবি তাঁকে নিতেই তিনি লাফিয়ে উঠেছিলেন। সেই মুহূর্তও ভাইরাল হয়ে যায়।