জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবাদ করে আর লাভ হচ্ছে না। সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো দেশের প্রথমসারির কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) বড় আকার ধারণ করলেও সাড়া দিচ্ছে না প্রশাসন। যৌন হেনস্তার অভিযুক্ত সংস্থার সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে দিল্লি পুলিস এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এমন প্রেক্ষাপটে কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বক্সার বিজেন্দর সিং। এবং ফের একবার প্রধানমন্ত্রী (Prime Minister Of India) নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিকের মুখোমুখি বিজেন্দর সিং বলেন, "আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক জিতে ফিরলে সাতদিনের মধ্যে ক্রীড়াবিদদের নিজের বাড়িতে ডেকে চা খাওয়ান প্রধানমন্ত্রী। ছবি তোলেন। তবে এই মুহূর্তে পদকজয়ীরা প্রতিবাদ করছেন, পদক ফেলে দিতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি যে পদক ফেলবেন না। তবে আমরা কুস্তিগীরদের অনুরোধ করছি, কারও উপর রাগ করে এমন সিদ্ধান্ত নেবেন না। এই পদক আসলে দেশের সম্মান,তাকে বিসর্জন দেবেন না।" কুস্তিগীরদের হেনস্তার প্রতিবাদে প্রধানমন্ত্রী বা সরকার কেন এখনও বিবৃতি দেয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি। 


আরও পড়ুন: Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: 'অভিযোগ প্রমাণিত হলে ফাঁসিতে ঝুলে যাব!', বড় মন্তব্য করে দিলেন বিতর্কিত ব্রিজভূষণ


আরও পড়ুন: Wrestlers Protest: ফেডারেশনকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে ভিনেশ-সাক্ষীদের পাশে আন্তর্জাতিক কুস্তি সংস্থা


কয়েক মাসের মধ্যেই এশিয়ান গেমস, আগামী বছরেই অলিম্পিক্স। এহেন পরিস্থিতিতে অনুশীলন না করে রাস্তায় বসে আন্দোলন করছেন কুস্তিগীররা। অনুশীলনের বদলে রাস্তায় দিন-রাত কাটাচ্ছেন কুস্তিগীররা। ফলে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের পদক জয়ের সম্ভাবনাও অনেকখানি কমে যাবে। সেটা মনে করিয়ে বিজেন্দর যোগ করেন, "আসলে আর কোনও পথ নেই। একবার ভেবে দেখুন কতখানি সমস্যায় পড়লে খেলোয়াড়রা এইভাবে প্রতিবাদ করেন। আমাদের মতো ক্রীড়াবিদদের কাছে পদকটা আসলে অক্সিজেন। সেটা বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।" 


কুস্তিগীরদের সমর্থনে তাঁদের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বিজেন্দর। কিন্তু তাঁকে মঞ্চে থাকার অনুমতি দেওয়া হয়নি। বুধবারই এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক ডাকেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা। তিনি বলেন, "গোটা দুনিয়া দেখেছে কীভাবে কুস্তিগীরদের হেনস্তা করা হয়েছে। অন্য সময়ে বেটি বাচাওয়ের কথা বললেও এখন প্রধানমন্ত্রী চুপ। সরকারের তরফে একবারও কুস্তিগীরদের বার্তা দেওয়া হয়নি।" 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)