Wrestlers Protest: ফেডারেশনকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে ভিনেশ-সাক্ষীদের পাশে আন্তর্জাতিক কুস্তি সংস্থা
গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন। এদিন সকালেই সংসদ ভবনের বাইরের যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছিল, তা দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে কুস্তিগিররা, যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি পুলিস তাঁদের আটক করে। মারধর করে, ব্যারিকেড দিয়ে পথ রুখে দেয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো দেশের প্রথমসারির কুস্তিগীরদের আন্দোলনের (Wrestlers Protest) জের। বিশ্ব কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থার (International Wrestling Federation) তোপের মুখে ভারত। সংস্থার তরফ থেকে ভারতীয় কুস্তিগীরদের বর্তমান পরস্থিতি দেখে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যন্তর মন্তরে (Jantar Mantar) যেভাবে কুস্তিগীরদের সম্মান নিয়ে ছিনিমিনি করা হয়েছে, এর তীব্র নিন্দা করছে নিয়ামক সংস্থা। প্রয়োজন পড়লে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনকে (Wrestling Federation Of India) নিষিদ্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
সংস্থার সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুস্তিগীররা।
কিন্তু নতুন সংসদ ভবনের সামনে এই দাবি সংক্রান্ত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিসি হেনস্তার শিকার হন সাক্ষী-নেশ ফোগাট-বজরং পুনিয়াররা। দেশের রাজধানী দিল্লিতে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীররা মার খেয়েছেন! লজ্জার সেই ছবি ভাইরাল হয়েছিল সর্বত্র। ব্রিজভূষণকে গারদের পিছনে দেখতে চেয়ে নিজেদের অলিম্পিক্স পদক বিসর্জন দেওয়ারও সিদ্ধান্ত নেন কুস্তিগীররা।
আরও পড়ুন: Wrestlers Protest: পদক ভাসালেন না সাক্ষীরা; পথ আটকালেন কে? কেন্দ্রকে ৫ দিনের সময়
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই আসরে নেমেছে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, যেভাবে কুস্তিগীরদের মারধর করে আটক করা হয়েছে, তাদের ধরনাস্থল থেকে উচ্ছেদ করেছে আধিকারিকরা, তা অত্যন্ত নিন্দনীয়। কয়েকদিনের মধ্যেই কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে আসবেন সংস্থার প্রতিনিধিরা।
সেই সঙ্গেই ফেডারেশনকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নিয়ামক সংস্থার তরফে। ভারতীয় কুস্তি ফেডারেশনের সাধারণ সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে দেন অভিযুক্ত সভাপতি ব্রিজভূষণ। ৪৫ দিনের মধ্যেই এই সভা আয়োজিত হবে বলেই জানানো হয়। কিন্তু সেই সভা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এহেন পরিস্থিতিতে নিয়ামক সংস্থা জানিয়েছে, এই সভা না হলে ভারতীয় ফেডারেশনকে নিষিদ্ধ করা হবে। ফলে চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপও ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করা হতে পারে।