ব্যুরো: ফের ধরমশালাতেও ব্যাট হাতে ঝলমলে ঋদ্ধিমান। খেললেন দলের হয়ে গুরুত্বপূর্ণ একত্রিশ রানের একটি ইনিংস। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেধে ভারতকে প্রথম ইনিংসে লিড পেতেও সাহায্য করলেন। টেস্টে পূর্ণ করে ফেললেন একহাজার রান। ঋদ্ধির এই পারফরম্যান্সের বাহবা না দিয়ে পারছেন না প্রাক্তন ক্রিকেটার অরুণলাল। তার মতে সৌরভের পর এত দাপটের সঙ্গে খেলতে তিনি দেখেননি কাউকে। পারফরম্যান্সের নীরিখে ঋদ্ধিকে ব্যাটিং অর্ডারে অশ্বিনের উপরে আনার দাবি জানালেন ক্রিকেটার ঝুলন গোস্বামী।(অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় এখন কেবল সময়ের অপেক্ষা, ধরমশালা টেস্ট জিততে চাই মাত্র ৮৭)


মহেন্দ্র সিং ধোনি, কিরমানি, ফারুখ ইঞ্জিনিয়ার, নয়ন মোঙ্গিয়া এবং কিরণ মোরের পর ঋদ্ধিমানই হলেন সেই উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি টেস্ট ক্রিকেটে ১০০০ রান করলেন।