WT20: বিশ্বকাপের দল থেকে বাদ গিয়ে নির্বাচকদের একহাত নিলেন যুজবেন্দ্র চাহাল
মজা করে নির্বাচকদের কটাক্ষ করলেন চাহাল।
নিজস্ব প্রতিবেদন: মজার কথা বলে বন্ধুবান্ধব ও ড্রেসিংরুম জমিয়ে রাখতে তাঁর জুড়ি মেলা ভার। তবে সুযোগ পেলে যে প্রতিবাদ করতে পারেন সেটা বুঝিয়ে দিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) দল থেকে তাঁর বাদ যাওয়া নিয়ে একাধিক প্রাক্তন গর্জে উঠেছিলেন। তবে এবার চেতন শর্মার (Chetan Sharma) জাতীয় নির্বাচক কমিটি কটাক্ষ করলেন এই লেগ স্পিনার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন রাহুল চাহার (Rahul Chahar)। রাহুলের দলে সুযোগ পাওয়া নিয়ে তখন চেতন শর্মা বলেছিলেন, "চাহালকে নিয়ে আলোচনা হলেও আমরা সর্বসম্মত ভাবে রাহুলকে বেছে নিয়েছিলাম। কারণ অনেক জোরে বল করতে পারে। সেইজন্য রাহুল পিচ থেকে বাড়তি সাহায্য আদায় করতে পারে। সেইজন্য ওকে দলে নেওয়া হল।"
আরও পড়ুন: IPL 2021: করোনার বিরুদ্ধে জেতার জন্য বিশেষ আবেদন ধোনির
তবে এই অপমান হজম করতে পারেনি চাহাল। আকাশ চোপড়ার সঙ্গে টুইটারের আড্ডায় সেটা উঠে এল। টুইটারে ভারতের প্রাক্তন ওপেনার লিখেছিলেন, 'আইপিএল-এর প্রথম একাদশ কেমন হতে পারে?' চাহালের জবাব ছিল, 'ফাস্টার স্পিনার চাই!'
দেশের হয়ে তাঁর পারফরম্যান্স ভাল হলেও আইপিএল-এর প্রথম পর্বে তেমন দাগ কাটতে পারেননি চাহাল। সাত ম্যাচে মাত্র চার উইকেট পেয়েছিলেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)