IPL 2021: করোনার বিরুদ্ধে জেতার জন্য বিশেষ আবেদন ধোনির

কোভিডের বিরুদ্ধে জিততে মরিয়া এম এস ধোনি।   

Updated By: Sep 17, 2021, 09:27 PM IST
IPL 2021: করোনার বিরুদ্ধে জেতার জন্য বিশেষ আবেদন ধোনির

নিজস্ব প্রতিবেদন: করোনা (Covid 19) কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা খুব কাছ থেকে দেখেছেন। ওঁর বাবা, মা একটা সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএল-এর (IPL) দ্বিতীয় অভিযান শুরু করার আগে সাধারণ মানুষদের ফের একবার সজাগ করলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। 

দুবাইতে সিএসকে এই মুহূর্তে অনুশীলন করছে। ঠিক এমন সময় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মাহি। সেখানে গিয়ে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক বলেন, "ভ্যাকসিন নিলেও সবসময় মাস্ক পড়ুন। এর কোনও বিকল্প নেই।  কারণ আমাদের সুরক্ষা আমাদের হাতে।" 

আরও পড়ুন: Pakistan vs New Zealand: কোন জগতে থাকে নিউজিল্যান্ড? বিস্ফোরক রামিজ রাজা

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল-এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে নামবে ধোনির চেন্নাই।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.