জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) প্রবল চাপে টিম ইন্ডিয়া (Team India)। অস্ট্রেলিয়া (Australia) দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান ডিক্লেয়ার করতেই, ভারতের টার্গেট দাঁড়াল ৪৪৪ রানের। তবে দলের পারফরম্যান্স খারাপ হলেও ব্যাটের পর এবার বল হাতে নিজেকে মেলে ধরলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৩ উইকেট নেওয়ার সুবাদে গড়লেন অনন্য রেকর্ড। ভাঙলেন ৪৩ বছর আগে গড়া বিষাণ সিং বেদীর (Bishan Singh Bedi) নজির। ৬৫টি টেস্টে জাদেজার ঝুলিতে এই মুহূর্তে ২৬৮ উইকেট। অন্যদিকে ১৯৭৯ সালে ভারতের হয়ে শেষ টেস্ট খেলার বেদী নিয়েছিলেন ৬৭টি ম্যাচে ২৬৬ উইকেট। আর তাই তো জাড্ডুকে এই মুহূর্তে দুনিয়ার সেরা অলরাউন্ডারের আখ্যা দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাক্তন বাঁহাতি স্পিনার বিষাণ বেদীর রেকর্ড ভাঙতেই মাইক হাতে উচ্ছ্বস্বিত হয়ে ওঠেন শাস্ত্রী। তিনি বলে ওঠেন, "বেন স্টোকসকে সম্মান জানিয়েও বলছি, জাদেজা এই মুহূর্তে সেরা অলরাউন্ডার। কারণ বেন স্টোকসকে খুব বেশি বোলিং করতে দেখা যায় না। তাই আমার চোখে এই মুহূর্তে জাদেজাই সেরা অলরাউন্ডার। কারণ ও দলের প্রয়োজনে ব্যাটে-বলে পারফর্ম করতে পারে।" 


আরও পড়ুন: Ravi Shastri, WTC Final 2023: মাইক হাতে যেন 'অ্যাংরি ইয়ং ম্যান' শাস্ত্রী! বিসিসিআই-কে ধুয়ে দিলেন! কিন্তু কেন?


আরও পড়ুন: Ajinkya Rahane, WTC 2023: কার পেপটকে রুপকথার কামব্যাক করলেন 'লো প্রোফাইল'-এ থাকা রাহানে? জেনে নিন


বেদীর ভারতীয় রেকর্ড ভাঙার পাশাপাশি টেস্টে সফলতম বাঁহাতি স্পিনারদের তালিকাতেও চতুর্থ স্থানে উঠে এসেছেন জাদেজা। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি উইকেট রয়েছে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। তিনি ৯৩টি টেস্ট খেলে ৪৩৩টি উইকেট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তিনি ১১৩টি টেস্ট খেলে ৩৬২টি উইকেট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেরেক আন্ডারউড। ৮৬টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২৯৭টি। তাঁর পরেই চতুর্থ স্থানে উঠে এসেছেন জাদেজা। এর ফলে বেদী নেমে গিয়েছেন পঞ্চম স্থানে।    



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)