জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তনের রাজা হিসেবে মহিন্দর অমরনাথ (Mohinder Amarnath), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নাম নেওয়া হয়। এবার সেই তালিকায় নিজের নামটা অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) জুড়ে দিলেন। থিঙ্কট্যাঙ্ককে বার্তা দিয়ে মারলেন ১১টি চার ও ১টি ছক্কা। প্রতিটা বাউন্ডারির মধ্যে যেন হত্যাকত্তাদের প্রতি বিশেষ বার্তা লেখা ছিল। তাঁর এমন ইনিংস দেখার পর ২০২১-২২ মরসুমের একটা প্রসঙ্গ টেনে আনলেন। জাস্টিন ল্যাঙ্গারের (Justin Langer) দাবি, অজিদের বিরুদ্ধে সেই সিরিজ শুরুর আগে স্টিভ ওয়ার (Steve Waugh) পরামর্শ বদলে দিয়েছিল রাহানেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১-২২ সালের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের ঠিক আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের পরামর্শ চান রাহানে। সেই সময়ে অস্ট্রেলিয়ার কোচ ছিলেন ল্যাঙ্গার। ২০১৮-১৯ মরসুমে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের কাছে হারের প্রায়শ্চিত্ত করার জন্য অস্ট্রেলিয়াকে তৈরি করছিলেন তিনি। ওয়ার পরামর্শ পেয়ে বদলে গিয়েছিলেন রাহানে। সেটা দেখা গিয়েছিল ২০২১-২২ সালের সিরিজে। মেলবোর্নে শতরান করেছিলেন রাহানে। বিরাট ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসার পরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২-১ ব্যবধানে ভারত টেস্ট সিরিজ জিতেছিল সেবার। 


তিনি যে রাহানেকে পরামর্শ দিয়েছিলেন তা স্বীকার করে নিয়েছিলেন ওয়া। আর ওয়ার স্বীকারোক্তিতে প্রমাদ গুনেছিলেন ল্যাঙ্গার। অতীতের সেই গল্প প্রসঙ্গে প্রাক্তন অজি কোচ বলেন, "সিরিজ শুরুর আগে আমার নায়ক স্টিভ ওয়া ফোন করে বলেছিলেন, আমি স্বচ্ছ থাকতে চাই। সততার সঙ্গে বলতে চাই রাহানের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। ওর মেন্টর হিসেবে কাজ করেছি। কিছু পরামর্শও দিয়েছি।" সেই রাহানেই ওভালে অস্ট্রেলিয়ার বোলারদের বুঝে নিয়েছিলেন।  


আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: 'ভারতকে বোকা বানিয়ে অজিরা বল ট্যাম্পারিং করেছে!' প্রাক্তন পাক অধিনায়কের বিস্ফোরণ


আরও পড়ুন: Shardul Thakur, WTC Final 2023: 'ওভালের পিচ আন্ডারপ্রিপেয়ার্ড!' শার্দুলের বিতর্কিত বক্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া


অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও শান্ত-স্থিতধী রাহানের ব্যাট কথা বলেছিল। সেই সিরিজ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, "বরফ শীতল একজন ক্রিকেটারকে দেখেছিলাম। রাহানের মধ্যে ধীর স্থির একজন ব্যাটসম্যানকে খুঁজে পেয়েছিলাম। স্টিভের কাছ থেকে যখনই শুনেছিলাম ওঁর পরামর্শ পেয়েছে রাহানে, তখনই লাল পতাকা উড়িয়ে দিয়েছিলাম।" সিরিজ শেষে প্রমাণিত হয়েছিল ল্যাঙ্গারের ভয় অমূলক নয়। 


তবে ভারতের ইনিংসের ৬২ ওভারে ঘটেছিল ছন্দপতন। সেই ওভারের শেষ বলে থামলেন রাহানে। অজি অধিনায়কের অফ স্টাম্পের বাইরে যাওয়া ডেলিভারি শরীর থেকে অনেক দূরে থাকলেও, ব্যাটের কানায় লাগিয়ে দেন রাহানে। বল চলে যায় গালি পজিশনের দিকে। ডান দিকে উড়ে দুরন্ত মেজাজে ক্যাচ ধরেন ক্যামেরুন গ্রিন। তবে আউট হলেও, এমন অসাধারণ ক্যাচ ধরার জন্য গ্রিনকে ধন্যবাদ জানালেন 'লো প্রোফাইল'-এ থাকা রাহানে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)