জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (ICC World Test Championship Final 2023) কিছুটা হলেও জমিয়ে দিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ওভালের (The Oval) বাইশ গজে অস্ট্রেলিয়ার (Australia) দাপুটে বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করে টিম ইন্ডিয়াকে (Team India) ধ্বংসস্তুপ একার হাতে টেনে তুললেন 'লো প্রোফাইল'-এ থাকা কয়েক মাস আগে টিম ম্যানেজমেন্টের কাছে ব্রাত্য মুম্বইকর। আর এমন ইনিংস দেখে রাহানের প্রশংসা করতে গিয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) ফের একবার খোঁচা দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময়ে গাভাসকরকে বলতে শোনা যায়, "ভারত যখনই বিপদে পড়েছে, তখনই শতরান করেছে রাহানে। পরিস্থিতি যখনই দাবি করেছে, তখনই নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। লো প্রোফাইলে থাকা ক্রিকেটারদের মধ্যে রাহানে অন্যতম, যে পঞ্চাশ বা একশো করার পরে বুক বাজায় না। রাহানে কেবলমাত্র ব্যাট তোলে। শান্তভাবে নিজের কাজ করে যায় এবং তা নিশ্চিতভাবেই করে।" 


আরও পড়ুন: Ajinkya Rahane, IND vs AUS: 'ভারত কামব্যাক করতেই পারে', রাহানের লড়াই দেখে সৌরভের বার্তা


আরও পড়ুন: Ajinkya Rahane | WTC Final 2023: বুক চিতিয়ে লড়লেন রাহানে, কামব্যাকেই লিখলেন ইতিহাস! যা এর আগে হয়নি


তৃতীয় দিনের খেলা শুরু হতেই সাজঘরে ফিরে যান কেএস ভরত। ভারতের স্কোর তখন ১৫২ রানে ৬ উইকেট। সেখান থেকে প্রবল চাপের মধ্যেও শার্দূলকে সঙ্গে নিয়ে দারুণ লড়লেন রাহানে। ষষ্ঠ উইকেটে ১০৯ রান যোগ করার জন্য ভারতীয় দল 'ফলো অন' সেভ করার সঙ্গে কিছুটা লড়াই করার বার্তা দিল। তবে কেরিয়ারের ১৩তম টেস্ট শতরান করলেন কয়েক মাস আগে টিম ম্যানেজমেন্টের কাছে 'ব্রাত্য' রাহানে। ১২৯ বলে করলেন ৮৯ রান। তাঁর ইনিংস ১১টি চার ও ১টি ছক্কা দিয়ে সাজানো ছিল। অন্যদিকে শার্দূল করলেন ১০৯ বলে ৫১ রান। 


এখন প্রশ্ন হল, সানি কি রাহানের প্রশংসা করতে গিয়ে বিরাটকে ঠুকলেন? কারণ শতরান করার পরেই বিরাট বুক ঠুকে আবেগের বহিঃপ্রকাশ দেখান। শূন্যে ঘুসি ছোঁড়েন, বুকে ঘুসি মারেন। তবে কি গাভাসকরের নিশানায় ফের একবার 'কিং কোহলি'? ফের নতুন বিতর্ক শুরু হল বলে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)