Yuvraj Singh | Sourav Ganguly | BCCI President: প্রিয় `দাদা` হারাল পদ! এবার মুখ খুললেন যুবি
যুবরাজ সিং ক্রিকেটারদের মধ্যে সবার আগে শুভেচ্ছা জানালেন রজার বিনিকে। বিসিসিআই সভাপতি হিসাবে সফল ভাবে দায়িত্ব পালনের জন্য যুবি শুভকামনা জানিয়েছেন প্রিয় `দাদা`কে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই সভাপতি (BCCI President) হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আনুষ্ঠানিক ভাবে পথচলা শেষ হয়ে গেল মঙ্গলবার অর্থাৎ আজ। এদিনই দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের, ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ প্রশাসক হিসাবে জমানা শেষ হল। বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভায় (BCCI AGM) নতুন সভাপতি হিসাবে নিজের দায়িত্ব বুঝে নিলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী নায়ক রজার বিনি (Roger Binny)। সফল ভাবে সভাপতির মেয়াদ শেষ করার জন্য সৌরভকে শুভেচ্ছা জানালেন তাঁর প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং (Yuvraj Singh)। পাশাপাশি যুবরাজ শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রেসিডেন্টকেও। বিনিকে নতুন দায়িত্বের জন্য সবার আগে ক্রিকেটার হিসাবে শুভেচ্ছা জানিয়েছেন জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডারই। এরপরই অনান্য ক্রিকেটাররাও যুবরাজের পথ ধরেন।
এদিন এজিএম-এ সবচেয়ে বড় প্রশ্ন ছিল বোর্ডের তরফ থেকে কি আইসিসি-তে সৌরভের নাম প্রস্তাব করা হবে? আট নম্বরে সেটা অ্যাজেন্ডাও হিসেবেও রাখা হয়েছিল। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে এই ইস্যু নিয়ে বোর্ড কর্তারা কোনও আলোচনাই করেননি। আইসিসি চেয়ারম্যানের পদে মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। আইসিসি-র বোর্ড মিটিং ১১-১৩ নভেম্বর, মেলবোর্নে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত কেউ কেউ মনে করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি এবার কারও নাম নাও পাঠাতে পারে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। যদিও এদিন মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সভায় যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই। তিনি মহারাজ। শুধু ক্রিকেটীয় মহল নয়, দেশের রাজনীতি জগতেও তীব্র আলোচনা হচ্ছে। বলাবলি চলছে, সৌরভ রাজনীতির শিকার হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার এই ইস্যুতে সরব হয়েছেন। সৌরভ যাতে ভারতের হয়ে আইসিসি-তে প্রতিনিধিত্ব করতে পারেন, সেটা নিয়ে প্রধান্মন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। এখন সৌরভ আইসিসি-র চেয়ারম্যান হতে পারেন কিনা সেটাই দেখার।